ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জনগণের সেবার মাধ্যমে ভোট বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০২:২৮, ২৪ অক্টোবর ২০১৬

জনগণের সেবার মাধ্যমে ভোট বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কাজের মাধ্যমে জনগণের কাছাকাছি গিয়ে ভোটার বাড়াতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে যে দেশের উন্নয়ন হয় সেটা তাদের বোঝাতে হবে। সোমবার বিকালে গণভবনে আওয়ামী লীগের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের উন্নয়নগুলোর প্রচার করতে হবে। দলকে সুসংগঠিত করতে হবে যাতে উন্নয়ন প্রবাহ ধরে রাখা যায়। প্রধানমন্ত্রী বলেন, আপনাদের মনে রাখতে হবে, জনগণের জন্য কাজ করা জাতির পিতা আমাদের শিখিয়েছেন। তিনি বলেন, দেশের কোনো মানুষ নিঃস্ব, ভূমিহীন থাকবে না, দরিদ্র থাকবে না। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যাঁর যাঁর এলাকার নিঃস্ব, ভূমিহীন মানুষের তালিকা তৈরি করেন। আমরা তাঁদের ঘরবাড়ির ব্যবস্থা করব, জীবন-জীবিকার ব্যবস্থা করব। জঙ্গিবাদের বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা জঙ্গিবাদ কখনো আশ্রয় দিই না, দেব না। ছাত্রদের ওপর শিক্ষকদের খেয়াল রাখতে হবে। মা-বাবাকে সন্তানের খোঁজ রাখতে হবে। কারও ছেলেমেয়ে যেন বিপথে না যায়, এ ব্যাপারগুলো আপনাদের দেখতে হবে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিবাদের বিষয়ে যথেষ্ট সজাগ রয়েছে। তিনি বলেন, মানুষের সেবার মধ্য দিয়ে মানুষের মন জয় করতে হবে। আর এই মন জয় করেই আমাদের ভোটার বাড়াতে হবে। আমি আওয়ামী লীগের কাছে এইটুকুই চাইবো যে, আমাদের নেতাকর্মীদের সকলের এটা মনে রাখতে হবে যে, দেশের সেবা করা, জনগণের সেবা করা, জনগণের জন্য কাজ করা এটাই আমাদের দায়িত্ব। ২১ বছর যারা ক্ষমতায় ছিলো তারা আওয়ামী লীগের বিরুদ্ধে শুধু মিথ্যা রটনা করে গেছে বলেও মন্তব্য করে শেখ হাসিনা বলেন, তবে আজ দেশের মানুষের কাছে এটা পরিষ্কার যে, কেবল আওয়ামী লীগই দেশের জন্য কাজ করে।
×