ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোলায়মান মোল্লাসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু মঙ্গলবার থেকে

প্রকাশিত: ০১:৫৯, ২৪ অক্টোবর ২০১৬

সোলায়মান মোল্লাসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু মঙ্গলবার থেকে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শরীয়তপুরের সোলায়মান মোল্লা ওরফে সলেমান মৌলবি ও ইদ্রিস আলী সরদারের বিরুদ্ধে সাক্ষীদের সাক্ষ্যগ্রহন শেষে যুক্তিতর্ক শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার থেকে তাদের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হবে। প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্কে অংশ নিবেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট বেঞ্চে এই যুক্তিতর্ক শুরুর কথা রয়েছে। এর আগে মামলাটি পরিচালনা করছেন, (সাবেক জেলা জজ ) প্রসিকিউটর হৃষিকেশ সাহা ও প্রসিকিউটর শেখ মোশফিক কবির। আসামি পক্ষে আছেন, এ্যাডভোকেট তামিম ও মিজানুর রহমান।আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, দেশত্যাগে বাধ্যকরণসহ চারটি অভিযোগে অভিযোগ গঠন করা হয়েছে। এই মামলার মোট সাত জন আসামি।
×