ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানি সচেতনায় ৫ শতাধিক শিক্ষার্থীর শপথ গ্রহণ

প্রকাশিত: ০১:১৭, ২৪ অক্টোবর ২০১৬

যৌন হয়রানি সচেতনায় ৫ শতাধিক শিক্ষার্থীর শপথ গ্রহণ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নকে সোমবার বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া যৌন হয়রানি সচেতনতায় প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীকে শপথ বাক্য পড়ানো হয়েছে। নিয়ামতপুর স্কুল এন্ড কলেজ মাঠে স্থানীয় প্রশাসন ও উপজেলা গর্ভন্যান্স প্রজেক্ট আয়োজিত বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে ‘লাল কার্ড’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। উপজেলা বিআরডিবি কর্মকর্তা দাউদ হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জহিরুল ইসলাম, ইউএনও আছমা আরা বেগম, মুক্তিযোদ্ধা মো. ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় আমজাদ হোসেন দিদার, দেলোয়ারা বেগম, ইউজেডজিপি’র জেলা ফ্যাসিলিটেটর মনির হোসেন মজুমদার প্রমুখ। এ সময় সরকারী-বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি, অভিভাবকবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
×