ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পাথরঘাটায় সোনালী উন্নয়ন ফাউন্ডেশনের তিন কর্মকর্তা জেল হাজতে

প্রকাশিত: ০০:৪০, ২৪ অক্টোবর ২০১৬

৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পাথরঘাটায় সোনালী উন্নয়ন ফাউন্ডেশনের তিন কর্মকর্তা জেল হাজতে

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা ॥ বরগুনার পাথরঘাটায় গ্রাহকের প্রায় ৯ কোটি টাকা আত্মসাত করার অভিযোগে সোনালী উন্নয়ন ফাউন্ডেশনের তিন কর্মকতার্কে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ রেজোয়ানুজ্জামান জেল হাজতে প্রেরণ করেছেন। আজ সোমবার কোর্টে হাজির দিতে এলে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানো হয়। তিন এনজিও কর্মকর্তারা হলেন, সোনালী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক শাহাদাত হোসেন ছগির, রিজোনাল ম্যানেজার লক্ষ্মীকান্ত দাস, মাঠ সমন্নয়কারি প্রমংশু কুমার সাহা। মামলার বাদী ঊষারানী,ভুক্তভুগী গ্রাহক শাহনাজ বেগম,অঞ্জু রানীসহ আরও অনেকে জানান.পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের মুক্তিযোদ্ধা শামসুউদ্দিন আজাদ ওরফে নয়া মিয়া পৌর শহরে ২০০২ সোনালী উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি এনজিও প্রতিষ্ঠা করেন এরপর কিছু লোক নিয়োগ দিয়ে বিভিন্ন এলাকা থেকে অসহয় অতি দরিদ্র লোকদের লোভ দেখিয়ে জমা টাকার ৭ বছরে দ্বিগুন লাভ দেয়ার কথা বলে ৭ হাজার গ্রাহকের কাছ থেকে ৯ কোটি টাকা সঞ্চয় তোলেন। পরে গ্রাহকের টাকা ওঠানোর মোয়াদ সম্পূর্ন হলে গ্রাহকরা অফিসে এসে টাকা ওঠানোর জন্য কর্মকর্তাদের চাপ সৃষ্টি করে। এসময় অফিসের কর্মকর্তাগন স্থানীয় দলীয় নেতাদের ম্যানেজ করে গ্রাহকদের টাকা না দেয়ার জন্য নানা টালবাহানা শুরু করে। বিষয়টি সাংবাদিকরা বিভিন্ন পত্রিকায় তুলে ধরলে মালিকসহ অফিসের সকল কর্মকর্তারা অফিসে তালা দিয়ে পালিয়ে যায়। পরে গত ২১ আগষ্ট উষারানী বাদী হয়ে কোর্টে ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করলে বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে সমন জারি করেন। ৬ জনের মধ্যে ৩ জন কোর্টে হাজির দিতে এলে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। উষারানী জানিয়েছেন, তিনি একাই ৪৫ লক্ষ চুয়াত্তর হাজার ৬শ টাকা ওই এনজিওতে জমা রেখেছেন।#
×