ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালে সরকারি গাছ কেটে নিয়েছে আওয়ামীলীগ নেতা

প্রকাশিত: ০০:৩৮, ২৪ অক্টোবর ২০১৬

বরিশালে সরকারি গাছ কেটে নিয়েছে আওয়ামীলীগ নেতা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারী গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে ওই নেতা শ্রমিক দিয়ে একটি গাছ কেটে নিয়েছেন। ফলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এআর ফারুক বক্তিয়ার দীর্ঘদিন থেকে নাঘিরপার থেকে সোমাইরপাড় সড়কে সরকারী পাকা রাস্তার পাশের গাছ কেটে অন্যত্র বিক্রি করে আসছেন। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে সোমাইরপাড় গ্রামের তার বাড়ির সামনের রাস্তা থেকে বিশাল একটি রেনট্রি গাছ কেটে নিয়ে গেছেন। গাছ কাটা শ্রমিকের মধ্যে চাঁদত্রিশিরা গ্রামের আলামিন মোল্লা বলেন, আওয়ামীলীগ নেতা এআর ফারুক বক্তিয়ার তাদের গাছ কাটাতে বলেছেন। তিনি এর বেশী কিছু তিনি জানেন না। খবর পেয়ে উপজেলা বনায়ন কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই গাছটি অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। সরকারী গাছ কাটার ব্যাপারে এআর ফারুক বক্তিয়ার কোন সদূত্তর দিতে পারেননি। উপজেলা নির্বাহী অফিসার গাজী তারিক সালমন বলেন, সরকারী গাছ কাটার ঘটনায় অভিযুক্তর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
×