ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নোয়াখালীর ৫ রাজাকারের বিরুদ্ধে পরবর্তী সাক্ষী ১৩ নবেম্বর

প্রকাশিত: ০০:০০, ২৪ অক্টোবর ২০১৬

নোয়াখালীর ৫ রাজাকারের বিরুদ্ধে পরবর্তী সাক্ষী ১৩ নবেম্বর

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নোয়াখালীর সুধারামপুরের পাচ রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের দ্বিতীয় স্বাক্ষী মো. জাহিদ হোসেন মিন্টুর জেরা শেষ করেছে আসামি পক্ষ। পরবর্তী সাক্ষীর জেরার জন্য ১৩ নবেম্বর দিন নির্ধারন করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ এ আদেশ প্রদান করেছেন। জেরায় সাক্ষী বলেন, রাজাকার আমীর হোসেন সহ অন্যান্য রাজকাররা আমার দুই ভাই আলী হোসেন, আলী হায়দারসহ শতাধিক লোককে হত্যা করেছে। জবানবন্দী শেষে আসামীপক্ষের জেরার জন্য আজ সোমবার দিন নির্ধারন করা হয়েছে। এ সময় প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর জাহিদ ইমাম।
×