ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘ষোড়শ সংশোধনী বাতিলে সাংবিধানিক শূন্যতা বিরাজ করছে’

প্রকাশিত: ০০:০০, ২৪ অক্টোবর ২০১৬

‘ষোড়শ সংশোধনী বাতিলে সাংবিধানিক শূন্যতা বিরাজ করছে’

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্টের বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ১৬তম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ফলে বর্তমানে বিচারপতি অপসারণে সাংবিধানিক শূন্যতা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সোমবার দুপুরে এ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এমন মন্তব্য করেছেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এ অবস্থায় সুপ্রীমকোর্টের বিচারপতির বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আসলে আপাতত ব্যবস্থাগ্রহণ করা সম্ভব হবে না। তবে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের আরও জানান, ষোড়শ সংশোধনীর রায়কে অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এক মাসের মধ্যে আপীল করা হতে পারে।
×