ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে গৃহবধু হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ২৩:১৫, ২৪ অক্টোবর ২০১৬

ঝালকাঠিতে গৃহবধু হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠিতে জমি জমা নিয়ে বিরোধের সূত্র ধরে গৃহবধুকে (আম্বিয়া খাতুন) হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দণ্ডাদেশ প্রদান করেছে আদালত। সোমবার ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা: বজলুর রহমান আসামীদের উপস্থিতিতে রায় ঘোষনা করেন। সাজাপ্রাপ্ত আসামীরা হচ্ছে জেলার রাজাপুর উপজেলার নারিকেল বাড়ীয়া গ্রামে আবুল বাসার ওরফে বাদশা খান, আলম হাওলাদার ওরফে আলম, পার্শ্ববর্তীর রোলা গ্রামের বাবুল হাওলাদার, কবির হোসেন ও আব্দুল মন্নান ফকির ওরফে কালা মন্নান। জানা যায় গত ২০০২ সালের ১৬ জানুয়ারী দিবাগত রাত ১২ টায় আসামিরা একই গ্রামের আব্দুস সত্তার খানের স্ত্রী আম্বিয়া খাতুনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় আম্বিয়া খাতুনের পুত্রবধু মো: হালিমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করে। ঝালকাঠির সিআইডি পুলিশের পুলিশ পরিদর্শক নির্মল চন্দ্র বিশ্বাস ২০০৪ সালের ২ নভেম্বর আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করে। আদালত ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করে। সরকারের পক্ষে অতিরিক্ত পিপি এম আলম খান কামাল এবং আসামী পক্ষে আব্দুর রশিদ সিকদার মামলা পরিচালনা করেন।
×