ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতিবাদে শ্রমিকদের এক ঘন্টা মহাসড়ক অবরোধ

সোনারগাঁয়ে বাস চাপায় নারী পোশাক শ্রমিক নিহত

প্রকাশিত: ২৩:১২, ২৪ অক্টোবর ২০১৬

সোনারগাঁয়ে বাস চাপায় নারী পোশাক শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চল এলাকায় ফিরোজা বেগম (৪২) নামে সিনহা এন্ড ওপেক্স গ্রুপের একটি পোশাক কারখানার নারী শ্রমিক যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছে। এই ঘটনায় বিক্ষুদ্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে এ মহাসড়কে কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে বাধ্য হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। পুলিশ ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, সকাল সাড়ে ৭টায় কাঁচপুরের সিনহা ওপেক্স গ্রুপের একটি গার্মেন্টসের নারী শ্রমিক ফিরোজা বেগম রাস্তা পারাপার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে কারখানার অন্যান্য শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে সকাল ৯টার দিকে শ্রমিকরা কারখানা থেকে রাস্তায় নেমে আসে এবং তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ওই সড়কে একঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে দায়ী বাস চালকের শাস্তির আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল শুরু হয়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের অভিযোগ, দূর্ঘটনার পর মালিকপক্ষ লাশ গুম করে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে। শিল্প পুলিশ-৪, নারায়ণগঞ্জ এর উপ-পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইলতুকমিস জানান, রাস্তা পারাপারের সময় এক নারী শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় শ্রমিকরা সড়ক অবরোধ করলে তাদেরকে বুঝিয়ে শান্ত করা হলে মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
×