ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজনীতিকদের সম্পর্কে শাবানা আজমির বিস্ফোরক উক্তি

প্রকাশিত: ১৯:৪৬, ২৪ অক্টোবর ২০১৬

রাজনীতিকদের সম্পর্কে শাবানা আজমির বিস্ফোরক উক্তি

অনলাইন ডেস্ক॥ ভারতের মহারাষ্ট্র প্রদেশের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বিরুদ্ধে জোর করে 'দেশপ্রেম' কেনার অভিযোগ এনেছেন বলিউডের গুণী অভিনেত্রী শাবানা আজমি। সম্প্রতি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ বিতর্ক মেটাতে মধ্যস্থতা করেন দেবেন্দ্র। শাবানার দাবি, মুখ্যমন্ত্রী পরিস্থিতি সামলাতে দালালি করেছেন। করণ জোহরের পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির সঙ্গে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান যুক্ত থাকায় এর মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। ভারত-পাক সম্পর্কে উত্তেজনার জেরে ছবিটির বিরোধিতায় নামে রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মান সেনা (এসএনএস)। শেষ পর্যন্ত ছবিটির মুক্তি নিয়ে জটিলতা কাটানোর আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের মধ্যস্থতায় সমস্যা মেটে। পাক অভিনেতাদের নিয়ে আর কাজ না করার প্রতিশ্রুতি দেন করণ জোহর। সেনা তহবিলে পাঁচ কোটি টাকাও দিতে রাজি হয়েছেন তিনি। শাবানার মতে, দেবেন্দ্র ফড়নবিশ আদৌ রাজনাথের আশ্বাস মেনে কাজ করেননি। বরং ৫ কোটি টাকায় দেশপ্রেম 'কেনা হয়েছে'। বিজেপির উচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নেয়া। শুধু দেবেন্দ্র ফড়নবিশই নন, রাজ ঠাকরের দলকেও একহাত নিয়েছেন শাবানা। তার কথায়, কে দেশপ্রেমিক তা স্থির করার অধিকার এমএনএসের নেই। ভারতীয় সংবিধানকে রাজ ঠাকরে (এমএনএসের প্রধান) সম্মান করেন না।
×