ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধীর গতি সম্পন্ন ৩২ জিবি'র আইফোন ৭

প্রকাশিত: ১৯:৪৫, ২৪ অক্টোবর ২০১৬

ধীর গতি সম্পন্ন ৩২ জিবি'র আইফোন ৭

অনলাইন ডেস্ক॥ আইফোন ৭ সারা দুনিয়ায় চলছে মাতামাতি। কিন্তু সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে সব আইফোন ৭ একই মানের নয়। গবেষণায় দেখা যায় যে আইফোন ৭ এর সব থেকে সস্তা এবং কম মেমোরি সম্পন্ন অর্থাৎ ৩২ জিবি সংস্করণটি অন্যান্য সংস্করণ মানে ১২৮ জিবি বা ২৫৬ জিবি এর সংস্করণের তুলনায় অনেক বেশি ধীরগতি সম্পন্ন। এ ছাড়া কিছু কিছু ফোনের ৪জি নেটওয়ার্কও অত্যন্ত দূর্বল। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্মার্টফোনের তথ্যের সাইট জিএসএমঅ্যারেনার গবেষণায় দেখা গেছে যে আইফোন ৭- ৩২ জিবি এর স্টোরেজ গতি তুলনামূলক ব্যয়বহুল ১২৮ জিবি সংস্করণের থেকে উল্লেখ্যযোগ্যভাবে মন্থর। আইফোন ৭ এর ৩২ জিবি সংস্করণের ডেটা রিডিং গতি ১২৮ জিবি সংস্করণ থেকে ২০০ এমবিপিএস কম। বিভিন্ন তথ্য যেমন ছবি, ভিডিও, মিউজিক, অ্যাপ্লিকেশন এবং অন্যান্য ফাইল সংরক্ষণের ক্ষেত্রে আইফোন ৭ এর ৩২ জিবি সংস্করণটির গতি মাত্র ৪২ এমবিপিএস যেখানে ১২৮ জিবি সংস্করণে এ গতি আট গুন বেশি, প্রায় ৩৪১ এমবিপিএস। এদিকে আইফোন ৭ প্লাস-এর বিভিন্ন সংস্করণের পরীক্ষা-নিরীক্ষায় তাদের সেলুলার পারফরমেন্সেও নানা ধরণের সমস্যার কথা প্রকাশ পেয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক সেলুলার ইনসাইট যারা নেটওয়ার্ক সরঞ্জাম পরীক্ষা-নীরিক্ষা করে তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের মতে আইফোন ৭ প্লাস স্মার্টফোন যেগুলো যুক্তরাষ্ট্রে পাওয়া যায় সেসব ফোন গুলো থেকে যুক্তরাজ্য ও ইউরোপে পাওয়া আইফোন ৭ প্লাস স্মার্টফোন গুলোর তুলনায় লক্ষনীয়ভাবে দূর্বল প্রকৃতির। এক্ষেত্রে অ্যাপল কোয়ালকম এবং ইনটেল দুই প্রতিষ্ঠনের মডেম ব্যবহার করেছে বলে জানানো হয়েছে। সেলুলার ইনসাইট এর মুখপাত্র মিলান মিলানোভিক বলেন, "সকল ধরনের পরীক্ষায় কোয়ালকোম মডেম সংস্করণের আইফোন ৭ প্লাস ইনটেল মডেম সংস্করণের আইফোন ৭ প্লাসকে উল্ল্যেখযোগ্যভাবে ছাড়িয়ে গেছে। আমরা নিশ্চিত নই কেনো অ্যাপল দুইটি ভিন্ন মডেম সরবারহকারীকে ব্যবহার করলো নতুন আইফোন ৭ প্লাস এর জন্য।"
×