ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শীর্ষস্থান পুনরুদ্ধার করল রিয়াল

প্রকাশিত: ১৯:২৪, ২৪ অক্টোবর ২০১৬

শীর্ষস্থান পুনরুদ্ধার করল রিয়াল

অনলাইন ডেস্ক॥ ঘরের মাঠ সান্তিয়াগো বের্নানেউয়ে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে জয়লাভের মাধ্যমে পয়েন্ট তালিকার শীর্ষস্থান পুনরুদ্ধার করল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। পুরো ম্যাচে বেশ কয়েকবার সুযোগ হারানোর পরও ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। রিয়ালের এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা সেভিয়াকে দুই নম্বরে নেমে যেতে হলো। ২০ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে আছে তারা। আর ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় বার্সেলোনা এবং চতুর্থ ভিয়ারিয়াল। ১৮ পয়েন্ট নিয়ে আতলোতিকা পঞ্চম স্থানে আছে। রবিবার রাতে বেনজেমারের গোলে শুরুতেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ২৭তম মিনিটে বাজে রক্ষণভাগের মাশুল হিসেবে গোল জাল জড়ায় রিয়ালের জালে। সাবিনের এই গোলে ১-১ সমতায় ফেরে ম্যাচ। এরপর শুধু সুযোগ পাওয়া আর সেগুলো নষ্ট করার মধ্য দিয়েই চলতে থাকে খেলা। শেষ পর্যন্ত ৮৩ তম মিনিটে জয়সূচক গোলের দেখা পান বাঁ দিক থেকে বেলের ক্রস থেকে মোরাতার প্রথম শট গোলকিপার ঠেকাতে পারলেও শেষরক্ষা হয়নি। ফিরতি শটেই জয় নিশ্চিত হয় রিয়ালের।কয়েকবার প্রতিপক্ষের দূর্গে আক্রমন করেও গোলের দেখা পাননি সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পষ্টতই গোলে ফেরার অপেক্ষায় থাকা এই তারকা হতাশ। তবে দলের স্বস্তি শীর্ষস্থান দখল করতে পেরে।
×