ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেসি যেখানে নেইমারের চেয়ে পিছিয়ে

প্রকাশিত: ১৯:১১, ২৪ অক্টোবর ২০১৬

মেসি যেখানে নেইমারের চেয়ে পিছিয়ে

অনলাইন ডেস্ক॥ ফুটবল বিশ্বের দুই জায়ান্ট ব্রাজিল এবং আর্জেন্টিনার দুই সুপারস্টার নেইমার এবং মেসি। শুধু দেশের নয়, বিশ্ব ফুটবলের এই দুই মহাতারকা দেশের হয়ে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও একসঙ্গে খেলছেন বার্সেলোনায়। দুজনের মধ্যে যদি তুলনা করা হয়, তবে পরিসংখ্যান বলে নেইমারের চেয়ে মেসি পিছিয়ে। কিন্তু কীভাবে? গত শনিবার নেইমার খেলেছেন তার শততম ম্যাচ। ২০১৩ সালে লা লিগায় অভিষেকের পর এখন পর্যন্ত ৫৯টি গোল করেছেন নেইমার। সতীর্থদের গোলে তার অবদান ৩০ বার। কিন্তু লিগে নিজের প্রথম ১০০ ম্যাচে এত গোলের দেখা পাননি মেসি। তিনি করেছিলেন ৪৮ গোল। আর রিয়াল তারকা রোনালদো করেছিলেন ১১১ গোল! অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে সতীর্থদের গোলে মেসির অবদান মাত্র ২৬ বার। এক মৌসুমে নেইমারের সর্বোচ্চ গোল ২৪টি। চলতি মৌসুমে এখনও পর্যন্ত ৪টি গোল করেছেন। এখানে অবশ্য মেসি তার চেয়ে এগিয়ে। কোপার ফাইনালে মেসির পেনাল্টি মিসের সেই আক্ষেপ বহুদিন তাড়া করে ফিরবে। কিন্তু নেইমারের পেনাল্টি কিকের পরিসংখ্যান দেখার মতো। ১০টি পেনাল্টি কিক নিয়ে ৮টিতে গোল করেছেন এই তারকা ফরোয়ার্ড।
×