ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বুকে সেফটি বেল্ট না পরায় রাইড থেকে বাদ

প্রকাশিত: ১৯:০৪, ২৪ অক্টোবর ২০১৬

বুকে সেফটি বেল্ট না পরায় রাইড থেকে বাদ

অনলাইন ডেস্ক॥ বেজায় ফাঁপরে পড়েছে ইংল্যান্ডের সারে-‌এর থর্প পার্ক কর্তৃপক্ষ। ওই পার্কের নাগরদোলা জাতীয় একটি জয় রাইডে উঠতে দেয়া হয়নি তানিয়া উইলস নামে এক তরুণীকে। তাই রেগেমেগে পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে উকিলের চিঠি পাঠিয়েছেন তিনি। কিন্তু কেন নামিয়ে দেয়া হল তানিয়াকে? ওই তরুণীর ‘অপরাধ’ তিনি‌ পীনোন্নত পয়োধরা। তাই জয় রাইডের আসনে যে সেফটি বেল্টটি রয়েছে, সেটি নাকি ঠিক করে আটকানো যাচ্ছিল না। সেই কারণেই তানিয়াকে নামিয়ে দেয়া হয় জয় রাইডের আসন থেকে। মা-‌কে ছাড়া জয় রাইডে উঠতে রাজি হয়নি তাঁর সম্তান। পরে তাকেও নামিয়ে দেয়া হয়। ক্ষুব্ধ তানিয়া বলেছেন, ‘ছুটির দিনে সন্তানকে নিয়ে সময় কাটাতে গিয়েছিলাম। সেখানে গিয়ে এরকম অসম্মানের মুখে পড়তে হবে, এটা আমার কল্পনার অতীত। সকলের শারীরিক গঠন এক রকম হবে, তার তো কোনো মানে নেই। কর্তৃপক্ষেরই উচিত বিভিন্ন শারীরিক গঠনের নারীদের জন্য আলাদা মাপের সেফটি বেল্টের আয়োজন করা।’ পাল্টা যুক্তি দিয়েছে পার্ক কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, ‘আমরা টিকিটের মূল্য ফিরিয়ে দিতে রাজি। সেদিন যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত, তাহলে কে তার দায়িত্ব নিত। ওই তরুণীর ভালর জন্যই ওঁকে ফিরিয়ে দেয়া হয়েছে। তবে আলাদা মাপের সেফটি বেল্টের পরিকল্পনা করছি।’ সূত্র: ‌আজকাল
×