ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

প্রমাণ না পেয়ে পাক আদালতে তিনজন বেকসুর খালাস

প্রকাশিত: ১৮:৫৫, ২৪ অক্টোবর ২০১৬

প্রমাণ না পেয়ে পাক আদালতে তিনজন বেকসুর খালাস

অনলাইন ডেস্ক॥ ভারতের গুপ্তচর হওয়ার প্রমাণের অভাবে পাকিস্তানে জেল থেকে মুক্তি পেলেন তিন পাক নাগরিক। গত বছর এপ্রিল মাসে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (RAW)-এর চর অভিযোগে তিন পাক নাগরিককে গ্রেপ্তার করে পাকিস্তান। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ভারতের গুপ্তচর হিসেবে কাজ করা ও বেআইনি অস্ত্র-বিস্ফোরক রাখা। পাক আদালতে পুলিশ তাঁদের অভিযোগের পর্যাপ্ত প্রমাণ দাখিল করতে না পারায় রবিবার তিন জনকেই মুক্তি দেয়া হয়েছে। তাহির ওরফে লাম্বা, জুনেইদ খান ও ইমতিয়াজ নামে তিন পাক নাগরিক RAW-এর হয়ে কাজ করছিলেন বলে মামলা দায়ের করে পাক পুলিশ। পাকিস্তান পুলিশ আদালতে দাবি করে, এঁরা করাচির রাজনৈতিক দল মুত্তাহিদা কোয়ামি মুভমেন্টের সদস্য। ভারতের হয়ে চরবৃত্তির কাজের জন্য এঁদের ট্রেনিং দিয়েছে RAW। এদিন পাক অ্যান্টি-টেররিজম কোর্টের বিচারক আব্দুল নইম মেমন জানান, ধৃতদের বিরুদ্ধে পুলিশ যা যা অভিযোগ করেছে, তার স্বপক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যাচ্ছে না। তাই তাঁদের বেকসুর খালাস করা হল। পাক পুলিশের দায়ের করা ৫টি মামলাই খারিজ করে দেয় আদালত। শুধু তাই নয়, ভুল তদন্তের জন্য পাক পুলিশকে ভর্ত্‍‌সনাও করে আদালত। সূত্র: এই সময়
×