ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি॥ নিহত ১

প্রকাশিত: ১৮:৫৪, ২৪ অক্টোবর ২০১৬

ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি॥ নিহত ১

অনলাইন ডেস্ক॥ পাকিস্তান সীমান্তবর্তী ভারতের জম্মু জেলার আরএস পুরা সেক্টরের আন্তর্জাতিক সীমানা রেখার কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর একজন সেনা নিহত হয়েছেন। সোমবার (২৪ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে পাকিস্তানি সেনারা ভারী শেল ও বন্দুকের গুলি ছুড়ে এই হামলা চালিয়েছে। ওই হামলায় বিএসএফের দুই সদস্য আহত হয়। আহতদের একজন সোমবার ভোররাতে হাসপতালে মারা যান। এর আগে গত শুক্রবার রাতে পাক সীমান্তরক্ষীরা কাথুয়া সেক্টরের আন্তর্জাতিক সীমানা রেখা বরাবর ভারতীয় গ্রামবাসী ও সীমান্তরক্ষীদের লক্ষ্য করে বন্দুক ও মর্টার হামলা চালায়। ওই হামলায় এক বিএসএফ সেনা নিহত হয়। অন্যদিকে, বিএসএফ এর পাল্টা গুলিতে নিহত হয় ৭ পাকিস্তানি রেঞ্জার বা প্যারামিলিটারি সদস্য। সূত্র : এনডিটিভি
×