ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় কলেজ শিক্ষককে হাতুড়িপেটা, হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ০৮:০৬, ২৪ অক্টোবর ২০১৬

মাগুরায় কলেজ শিক্ষককে হাতুড়িপেটা, হাসপাতালে ভর্তি

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৩ অক্টোবর ॥ শালিখার সিংড়া বিহারীলাল শিকদার কলেজের আইসিটি (ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন্স টেকনোলজি) শিক্ষক প্রভাত রায়কে রবিবার বিকেলে বখাটে ছাত্ররা হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন প্রভাত রায় জানান, বিগত এইচএসসি পরীক্ষায় তিনি বিহারীলাল শিকদার কলেজ কেন্দ্রে হল পরিচালকের দায়িত্ব পালন করেন। পরীক্ষায় পরীক্ষার্থীরা অসদুপায় অবলম্বন করতে পারেনি। তখন থেকে আবু হানিফা ও সামছুসহ কয়েক বখাটে ছাত্র (পরীক্ষার্থী) তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। পরবর্তীতে ওই ছাত্ররা পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আরও ক্ষুব্ধ হয়ে তার হাত-পা কেটে নেয়ার হুমকি দেয়। উপজেলা সদর আড়পাড়া থেকে মোটরসাইকেলযোগে কলেজে যাওয়ার পথে হাসিনপুর এলাকায় আবু হানিফা ও সামছুসহ ৪-৫ জন তাকে মারপিট করে। তাদের হাতুড়ি পেটায় শিক্ষকের ডান হাত ও ডান পা গুরুতর জখম হয়। স্থানীরা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।
×