ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জুস কারখানায় অভিযান

১০ লাখ টাকার মাল ধ্বংস, দুই লাখ টাকা জরিমানা ॥ মালিক গ্রেফতার

প্রকাশিত: ০৭:৫৮, ২৪ অক্টোবর ২০১৬

১০ লাখ টাকার মাল  ধ্বংস, দুই লাখ টাকা  জরিমানা ॥ মালিক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, না’গঞ্জ, ২৩ অক্টোবর ॥ বন্দরের উত্তর লক্ষণখোলা তালতলায় একটি অনুমোদনবিহীন জুস কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জুস জব্দ এবং চকলেটসহ বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী সামগ্রী ধ্বংস করেছে র‌্যাব। রবিবার বিকেল থেকে রাত আটটা পর্যন্ত এই অভিযান চলে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদ- প্রদান করা হয়। কারখানা মালিক শাহেনশাহ (৪০) জরিমানার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে র‌্যাব তাকে গ্রেফতার করে নিয়ে যায়। অভিযান শেষে বিপুল পরিমাণ তৈরি জুসসহ ১০ লক্ষাধিক টাকার মালপত্র প্রকাশ্যে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১১’র এএসপি নাজিমউদ্দিন। তিনি জানান, দীর্ঘদিন ধরে ট্রেড লাইসেন্সবিহীন ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মা-মনি ফুড এ্যান্ড কনজুমার প্রোডাক্টস কারখানায় জুসসহ বিভিন্ন নকল সামগ্রী উৎপাদন করা হচ্ছিল। ওই জুস মূলত রং আর কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হয়-এমন খবর পেয়ে র‌্যাবের একটি টিম এ অভিযান চালায়।
×