ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিউজিল্যান্ড পরাজিত ৭ উইকেটে কোহলির সেঞ্চুরিতে ভারতের জয়

প্রকাশিত: ০৭:৫৩, ২৪ অক্টোবর ২০১৬

নিউজিল্যান্ড পরাজিত ৭ উইকেটে কোহলির সেঞ্চুরিতে ভারতের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বিরাট কোহলির সেঞ্চুরির ওপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটের বড় জয় পেয়েছে ভারত। রবিবার মোহালিতে ২ বল আগে ২৮৫ রানে অলআউট হয় সফরকারী কিউইরা। জবাবে ৪৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে (২৮৯) পৌঁছে যায় ভারত। ১৩৪ বলে ১৬ চার ও এক ছক্কায় ১৫৪ রান করে অপরাজিত থাকেন কোহলি। ৮০ রান করে আউট হন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২৮ রানে অপরাজিত থাকেন মানিশ পান্ডে। এ জয়ে পাঁচ ওয়ানডের সিরিজে ২-১-এ এগিয়ে গেল স্বাগতিক ভারত। ১৮০ রানের মধ্যে ৭ উইকেট এবং ১৯৯ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ফেললেও শেষ পর্যন্ত ভারতকে ২৮৬ রানের বড় টার্গেট ছুড়ে দেয় সফরকারী কিউইরা। মোহালির পিচ দেখার পর টস জিতে ভারতের বল করার সিদ্ধান্ত নেয়াটাই স্বাভাবিক ছিল। মোহালিতে এ সময় বিকেলের পর আবহাওয়া অনেকটাই বদলে যায়। শিশির এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধোনি বাহিনীর লক্ষ্য ছিল নিউজিল্যান্ডকে ২০০ রান বা তার আশপাশে আটকে দেয়া। টসে হেরে ব্যাট করতে নেমে দলের ৪৬ রানেই গাপটিলকে (২৭) হারিয়ে বিপদে পড়ে নিউজিল্যান্ড। অপর ওপেনার টম ল্যাথামের সঙ্গে ব্যাটিংয়ের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। যদিও ভরসা দিতে পারেননি তিনিও। কেদার যাদবের বলে ২২ রান করে এলবিডব্লিউ হয়ে তিনিও ফিরে যান। ওপেনার টম ল্যাথামের চমৎকার ৬৬ রানের ইনিংসের সঙ্গে রস টেইলরের ৪৪ ও জিমি নিশামের ৫৭ নিউজিল্যান্ডের ইনিংসকে ভরসা দিলেও বাকিরা বড় ইনিংস খেলতে পারেননি। কোরি এ্যান্ডারসন (৬), লুক রনকি (১), মিচেল স্যান্টনার (৭), টিম সাউদি (১৩) কেউই বড় রানের ইনিংস খেলতে পারেননি। শেষদিকে ৩৯ রান করে অপরাজিত থাকেন ম্যাট হেনরি। ভারতের হয়ে তিনটি উইকেট নেন কেদার যাদব ও উমেশ যাদব। দুটি করে উইকেট নের পেসার জাসপ্রিত বুমরাহ ও স্পিনার অমিত মিশ্র। শুরুতে বোলারদের দাপট থাকলেও শেষ পর্যন্ত ভারতের সামনে ২৮৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা রেখেই ব্যাটিং শেষ করে নিউজিল্যান্ড। রবিচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার বিশ্রামে। ইনজুরিতে শিখর ধাওয়ান, লোকেশ রাহুল। জ্বরে আক্রান্ত সুরেশ রায়না। মহেন্দ্র সিং ধোনির দল এরপরও ধর্মশালার প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে যেভাবে উড়িয়ে দিয়ে (৬ উইকেটে) শুরু করে, মনে হয়েছিল তৃতীয় সারির দল হলেও অসুবিধা নেই। কিন্তু দিল্লীর দ্বিতীয় লড়াইয়ে সফরে প্রথম জয়ের স্বাদ পায় কিউইরা। ওই ম্যাচে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ওয়ানডের আগে কোহলির ভারতের কাছে তিন টেস্টের সিরিজে ‘হোয়াইটওয়াশ’ হয় নিউজিল্যান্ড।
×