ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রেজওয়ানা আলী তনিমা

মেকআপ মিসটেকস

প্রকাশিত: ০৬:২৯, ২৪ অক্টোবর ২০১৬

মেকআপ মিসটেকস

মেকআপ করতে নারীরা কমবেশি সবাই ভালবাসি। নিজেকে সুন্দর করার জন্য প্রসাধনের আবেদন চিরন্তন। যত সুন্দর কাপড়জামা, ম্যাচিং গহনা, ব্যাগ জুতাই থাকুক সেই প্রসাধন যদি ঠিকমতো না হয় তাহলে সব সাজই আবার মাটি। সবার দৃষ্টি গিয়ে পড়বে সেই মেকআপের দিকে আর এবং এর ত্রুটিগুলোর দিকে। মেকআপ এর ভুল এমনই দৃষ্টিকটু। কিভাবে মেকআপ করতে হয় সেটা কমবেশি সবাই জানি। কিন্তু এর ত্রুটিগুলো কি সবাই জানি? আসুন জেনে নেয়া যাক কিছু প্রচলিত ভুল ও এর প্রতিকার। ১. প্রসাধনীতে এক্সপায়ার ডেট অনেকেই খেয়াল করেন না। অবহেলায় ড্রয়ার বা ড্রেসিং টেবিলে ফেলে রাখেন, ব্যবহারের সময়ও লক্ষ্য করতে ভুলে যান যে সাজের জিনিসটি মেয়াদোত্তীর্ণ হয়েছে কি-না। কিন্তু এ জিনিসটা খেয়াল করা উচিত। মেয়াদোত্তীর্ণ জিনিস ব্যবহারে ত্বকে স্থায়ী স্বাস্থ্য সমস্যা এমনকি চোখের সামগ্রীক ক্ষেত্রে ইনফেকশনও হতে পারে। ২. সুন্দর মসৃণ ত্বক আনতে মুখ ধোয়ার পরে ও মেকআপ ব্যবহারের আগে মাশ্চারাইজার লাগানোটা খুব জরুরী। কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন মাশ্চারাইজার ও মেকআপের মধ্যবর্তী সময়টা খুব বেশি লম্বা না হয়ে যায়। মাঝখানের সময় বেশি নিলে ত্বক শুকনা দেখাবে আর বেশি নিলে মাশ্চারাইজারের কারণে মেকআপ ঘন হয়ে বসবে না। ৩. সঠিক ফাউন্ডেশনের সঙ্গে সঠিক প্রাইমারের ব্যবহারও জরুরী। ফাউন্ডেশনের জন্য মসৃণ ত্বক তৈরি ও বেশিক্ষণ মেকআপ ধরে রাখতে এর দরকার রয়েছে। তাই বলে যেন তেন একটা কিনলে চলবে না। ফাউন্ডেশন কেনার সময় সেটার বেস আর প্রাইমারের বেস দেখে মিলিয়ে কিনতে হবে। অর্থাৎ, হয় দুটোই ওয়াটার বেসড হবে আর নাহলে দুটোই সিলিকন বেসড হবে। ফাউন্ডেশন কেনার বেলায় আরেকটি ভুল আমরা সবাই করে থাকি যেটা হলো হাতের উল্টা পিঠে কিছুটা লাগিয়ে দেখে নেয়া। এটা ভুল উপায়। হাতের উল্টা পিঠের রং আর মুখের ত্বকেরটা এক না। তাই কেনার সময় যা করতে হবে তা হলো মুখের চোয়াল লাইনের পাশে অল্প করে লাগিয়ে দেখে নিতে হবে যে তা সেখানের ত্বকের সঙ্গে মেলে কিনা। প্রসঙ্গত লিপস্টিক কেনার সময়ও আমরা একই ভুল করি। লিপস্টিকও হাতে নয়, ব্রাশ দিয়ে বা টেষ্টার দিয়ে ঠোঁটেই সরাসরি লাগিয়ে দেখতে হবে তা ভাল দেখায় কিনা বা ত্বকের সঙ্গে যায় কিনা। ৪. ওয়াটারপ্রুফ মাশকারা সাঁতার কাটার সময় কিংবা বর্ষা ঋতুতে অনেকের পছন্দ। কারণ তা পানিতে সহজে ধুয়ে যায় না। কিন্তু এই পানিরোধী বৈশিষ্ট্যের কারণেই প্রতিদিন এটি ব্যবহার করলে তা চোখের পাপড়ি শুষ্ক করে তোলে। ওটাতেও বাড়তি ঘষামাজা দরকার হয় বলে চোখের পাপড়ি হারানোর ভয়ও বেশি থাকে। মাশকারা ব্যবহারের আরেকটি বড় ভুল হলো বার বার মাশকারা দ-টি মাশকারা টিউবের ভেতর বাহির করা। এতে বাইরে থেকে বাতাস ঢুকে যায় ও টিউবের ভেতরের উপাদান দ্রুত শুকিয়ে ফেলে। ৫. মেকআপের একটি ত্রুটি হলোÑ আমরা অনেকেই সাজার সময় আইব্রো বা ভ্রুকে যথাযথ গুরুত্ব দিই না। অথচ সামান্য ব্রো পাউডারের নিয়ন্ত্রিত ব্যবহারই একে সুন্দর করে তুলতে পারে এবং সেই সঙ্গে চোখকেও বড় ও ভাসা ভাসা দেখাবে। আইব্রো পেন্সিল দিয়ে ভ্রু আঁকা এখন অতটা ফ্যাশন সচেতনতার পরিচায়ক নয়। বরং এতে করে চেহারার স্বাভাবিক সহজাত ভাবটা চলে গিয়ে লুকে কৃত্রিম ভাব চলে আসে। তাই ভ্রুকে সঠিক ভরাট শেপে দেখাতে এর চেয়ে ভাল বুদ্ধি হলো ভ্রুর যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা দেখা যায় সেখানে পাউডার দিয়ে চিকন সূচালো ব্রাশের সাহায্যে তা ভরাট করে দিতে হবে। ৬. লিপলাইনার ব্যবহারে বহু নারী যে ভুলটি করেন তা হলো এটি দিয়ে শুধু ঠোঁটের বাইরের রেখা টানা এবং মাঝখানের অংশ শুধু লিপস্টিক দিয়ে ভরাট করা। তাতে সমস্যা হলো সময়ের সঙ্গে সঙ্গে লিপস্টিক হালকা হয়ে গেলে শুধু ঠোঁটের আউটলাইনটিই টিকে থাকে এবং তা দেখতে মোটেও ভাল দেখায় না। আসলে লিপলাইনার ব্যবহারের ক্ষেত্রে সঠিক নিয়ম হলো প্রথমে লাইনার দিয়ে পুরো ঠোঁট ভরাট করা ও পরে এর ওপরে লিপস্টিক লাগানো। ৭. অনেকেই জানেন না যে, মেকআপ ব্রাশ নিয়মিত পরিষ্কার করতে হয়। নাহলে সেখানে ব্যাকটেরিয়া বাসা বাঁধে যা ত্বকের জন্য কুফল বয়ে আনে। মাসে একবার করে ব্রাশ পরিষ্কার করলেই চলে। আর এ ব্রাশ পরিষ্কারের নিয়ম হলো সেটা বেবি শ্যাম্পু দিয়ে কুসুম গরম পানির ধারায় ধুয়ে ফেলা। মেকআপ তো ঠিকঠাক নিয়ম মেনে করলেন। নিশ্চয়ই চান সেটি দীর্ঘ সময় অটুট থাকুক? লম্বা সময় ধরে মেকআপ সেট রাখার একটি ভাল টিপস হলো সব শেষে কিছুটা ফিনিশিং পাউডার ছড়িয়ে দেয়া। তাহলে দীর্ঘক্ষণ সেটি সব উপাদান ঠিকঠাক ধরে রাখবে। ছবি : আরিফ আহমেদ
×