ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয়ের ধারায় বেয়ার্ন মিউনিখ

প্রকাশিত: ০৬:২৪, ২৪ অক্টোবর ২০১৬

জয়ের ধারায় বেয়ার্ন  মিউনিখ

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মান বুন্দেসলীগায় জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে বেয়ার্ন মিউনিখ। শনিবার তারা ২-০ গোলে অনায়াসেই হারিয়েছে বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখকে। নিজেদের মাঠ এ্যালিয়েঞ্জ এ্যারিনায় প্রথমার্ধেই গোল দুটি করে স্বাগতিক দল। এই জয়ের ফলে বুন্দেসলীগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটিও ধরে রাখল বেয়ার্ন মিউনিখ। বর্তমান চ্যাম্পিয়ন বেয়ার্ন পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও ড্র করেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ড। তবে জয় নিয়ে মাঠ ছেড়েছে চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত গতিতে ছুটতে থাকা হার্থা বার্লিন। বুন্দেসলীগার বর্তমান চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখ। গত চার মৌসুম ধরেই শিরোপা নিজেদের করে রেখেছেন তারা। এবারও সেই লক্ষ্য নিয়েই মিশন শুরু করেছে তারা। রবিবার বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দারুণ খেলে বেয়ার্ন। গোল উদ্যাপন করার জন্য স্বাগতিক সমর্থকদের জন্য অপেক্ষা করতে হয় মাত্র ১৬ মিনিট। রাফিনহার ক্রস থেকে অসাধারণ এক হেডের সৌজন্যে গোল করে বেয়ার্নকে এগিয়ে দেন আর্তুরো ভিদাল। বেয়ার্নের হয়ে এখন পর্যন্ত এটাই তার হেডে করা প্রথম গোল। ম্যাচের ৩১ মিনিটে বেয়ার্নের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান উইঙ্গার ডগলাস কস্তা। এর ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয়ার্ধে কোন দলই গোল করতে পারেনি। যে কারণে অনায়াস জয় নিয়েই মাঠ ছাড়ে বুন্দেস লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের পর বুন্দেস লিগাতেও পূর্ণ তিন পয়েন্ট অর্জন করল বেয়ার্ন মিউনিখ। সপ্তাহটা বেশ ভালই কাটছে তাদের। তবে মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে শিষ্যরা যে পারফর্মেন্স উপহার দিয়েছেন তাতে সন্তুষ্ট ক্লাবটির কোচ কার্লোস আনচেলত্তি। এ প্রসঙ্গে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সত্যি বলতে প্রথমার্ধে আমাদের পারফর্মেন্স ছিল দুর্দান্ত। আমরা ভাল একটা ম্যাচ খেলেছি। ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল। আমাদের রক্ষণভাগ ছিল অনেক শক্তিশালী। ম্যাচের প্রথমার্ধেই খেলোয়াড়দের আমি বলেছিলাম যে সতর্ক থাকতে। তারা খুবই বুদ্ধিমান এবং যা বলেছি তা খুব মনোযোগ সহকারেই শুনেছে।’ মৌসুমের প্রথম ৮ ম্যাচ থেকে বর্তমানে বেয়ার্ন মিউনিখের সংগ্রহ ২০ পয়েন্ট। ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে হার্থা বার্লিন। রবিবার তারা ২-১ গোলে হারিয়েছে এফসি কোলনকে। তবে হেরে গেছে বেয়ার লেভারকুসেন এবং অগসবার্গ। টিএসজির কাছে ৩-০ গোলে লজ্জাজনকভাবে হেরেছে বেয়ার লেভারকুসেন। স্পোর্ট-ক্লাবের কাছে অগসবার্গের পরাজয়টা ২-১ ব্যবধানের।
×