ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লিভারপুলের জয়, আর্সেনালের ড্র

প্রকাশিত: ০৬:২৪, ২৪ অক্টোবর ২০১৬

লিভারপুলের জয়, আর্সেনালের ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি ও লিভারপুল জিতলেও ড্র করেছে আর্সেনাল। শনিবার রাতে লিচেস্টার ৩-১ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। তিন ম্যাচ পর এটি প্রথম জয় ইপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের। লিভারপুল ২-১ গোলে হারিয়েছে ওয়েস্টব্রুমউইচকে। আর নিজেদের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে মিডলসবরোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে শিরোপা প্রত্যাশী আর্সেনাল। নিজেদের মাঠ এ্যানফিল্ডে ম্যাচের শুরু থেকেই অতিথি ওয়েস্টব্রুমের ওপর চড়াও হয়ে খেলতে থাকে লিভারপুল। ২১ মিনিটে সাডিও মানের গোলে এগিয়ে যায় দ্য রেডসরা। বাঁ প্রান্ত থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রবার্টো ফিরমিনোর ক্রস থেকে ঠা-া মাথায় গোলরক্ষক বেন ফস্টারকে পরাস্ত করেন মানে। ৩৫ মিনিটে সেনেগালের ফরোয়ার্ডের মানের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে লিভারপুলকে দুই গোলে এগিয়ে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কুটিনহো। বিরতির পর ৫৮ মিনিটে কুটিনহোর ফ্রিকিক থেকে লোভরেনের হেড রক্ষা করেন অতিথি গোলরক্ষক ফস্টার। ৬৭ ও ৬৯ মিনিটে আরও দু’টি সুযোগ নষ্ট করেন কুটিনহো। ম্যাচের ৮১ মিনিটে ব্যবধান কমায় ওয়েস্টব্রুম। কর্নার থেকে সতীর্থের মাথা হয়ে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে ঠা-া মাথায় গোল করেন গ্যারেথ ম্যাকলি। এরপর ফিরমিনো দুটি সুযোগ নষ্ট করলে লিভারপুল সমর্থকদের হতাশ হতে হয়। তবে শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে জার্গেন ক্লপের দল। শিরোপার লক্ষ্যে ছুটে চলা আর্সেনালকে থামিয়েছে মিডলসবরো। লিভারপুলের কাছে ৪-৩ গোলে হেরে লীগ শুরু করা আর্সেনাল পরের ম্যাচে চ্যাম্পিয়ন লিচেস্টারের সঙ্গে গোলশূন্য ড্র করে। এরপর লীগে টানা ছয় ম্যাচ জেতার পর পয়েন্ট খোয়ালো গানার্সারা। আর্সেনালকে প্রথমার্ধেই চমকে দিতে পারত পুঁচকে মিডলসবরো। ২১ মিনিটে দু’দুবার দলকে বাঁচান গোলরক্ষক পিটার চেক। পরের মিনিটেই উরুগুয়ের মিডফিল্ডার গাস্টোন রামিরেসের ফ্রিকিক ক্রসবারে লাগলে বড় বাঁচা বেঁচে যায় আর্সেনাল। ৩৫ মিনিটে ফের চেকের নৈপুণ্যে রক্ষা পায় আর্সেন ওয়েঙ্গারের দল। বিরতির পর কয়েকবার গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি আর্সেনালের ফরোয়ার্ডরা। গত মৌসুমে চমক দেখিয়ে শিরোপা জয় করা লিচেস্টারের এবার বেহাল দশা। চ্যাম্পিয়ন্স লীগে টানা তিন ম্যাচ জিতলেও ইপিএলে যেন জয় ভুলে গেছে ক্লাউডিও রানিয়েরির দল। তবে এবার হতাশা ঘুচিয়েছে তারা। তিন ম্যাচ পর ক্রিস্টালকে হারিয়ে জয়ে ফিরেছে লিচেস্টার। দলটির জয়ে গোল করেন আহমেদ মুসা, শিনজি ওকাজাকি ও ক্রিশ্চিয়ান ফুস। টানা ব্যর্থতার মধ্যে থাকা দলটি এই ম্যাচে নিজেদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। তবে ম্যাচের প্রথম সুযোগ পায় অতিথি ক্রিস্টালই। ১৩ মিনিটে মার্টিন কেলির ক্রসে নেয়া বেলজিয়ামের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান বেনটেকের হেড ক্রসবারে লেগে প্রতিহত হয়। ৪২ মিনিটে আহমেদ মুসার গোলে এগিয়ে যায় লিচেস্টার। ইসলাম সিøমানির কাছ থেকে বল পেয়ে ডি বক্সের ঠিক বাইরে থেকে লক্ষ্যভেদ করেন তিনি। লিচেস্টারের হয়ে নাইজিরিয়ার এই উইঙ্গারের এটা প্রথম গোল। ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জাপানী তারকা শিনজি ওকাজাকি। ৮০ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ফুস। ২৫ গজ দূর থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন অস্ট্রিয়ার এই ডিফেন্ডার। পাঁচ মিনিট পর ক্রিস্টালের হয়ে সান্ত¡নাসূচক গোলটি করেন ইয়োহান কাবায়ে। রবিবারের ম্যাচের আগে ৯ খেলায় সমান ২০ পয়েন্ট করে আর্সেনাল ও লিভারপুলের। গোলগড়ে আর্সেনাল এক ও লিভারপুল দুইয়ে। ১১ পয়েন্ট নিয়ে লিচেস্টার ১২তম স্থানে।
×