ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুমিল্লা-রাজশাহী ম্যাচ দিয়ে শুরু চতুর্থ আসর

প্রকাশিত: ০৬:২৪, ২৪ অক্টোবর ২০১৬

কুমিল্লা-রাজশাহী ম্যাচ দিয়ে শুরু চতুর্থ আসর

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ ক্রিকেটের চতুর্থ আসরের সময় ঘনিয়ে এসেছে। আগামী ৪ নবেম্বর শুরু হবে জনপ্রিয় এ আসরটি। রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর চূড়ান্ত সময়সূচী ঘোষণা করেছেন। উদ্বোধনী ম্যাচটি দুপুর ২টা ৩০ মিনিটে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নবাগত রাজশাহী কিংসের মধ্যে। সেদিনই একই ভেন্যুতে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নবাগত খুলনা টাইটান্স মোকাবেলা করবে রংপুর রাইডার্সের। এছাড়া দ্বিতীয় পর্বে চট্টগ্রামেও ১০টি খেলা অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর মিরপুরে ফাইনাল অনুষ্ঠিত হবে যার জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে পরদিন। সব মিলিয়ে ৩৬ দিনে ৪৬ ম্যাচ খেলা হবে। এর মধ্যে ১২ দিনই থাকছে পুরোপুরি বিশ্রাম। ইতোমধ্যেই দলগুলো তাদের ক্রিকেটার চূড়ান্ত করেছে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে। এবার ৭টি দল অংশ নেবে এ আসরে। ২০১৩ সালের দ্বিতীয় আসরেও ৭ দল অংশ নিয়েছিল। তবে ২০১২ সালের প্রথম এবং ২০১৫ সালের তৃতীয় বিপিএল হয়েছিল ৬ দল নিয়ে। আগের সব আসরে খেলা সিলেটের ফ্র্যাঞ্চাইজি এবার বাদ পড়েছে আর্থিক লেনদেনে বিফল হওয়ার কারণে। গত আসরে না খেলা খুলনা ও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি এবার যোগ হয়েছে। এবার অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রানার্সআপ বরিশাল বুলস, ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স, চিটাগং ভাইকিংস, রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। ৪ নবেম্বর শুক্রবার শুরু হবে বিপিএল। শুক্রবার দুটি করে ম্যাচ শুরুর সময়টা আলাদা। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার প্রথম ম্যাচটি ২টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হবে। অন্যান্য দিনের ম্যাচগুলোর প্রথমটি দুপুর ২টা এবং দ্বিতীয়টি ৭টায় শুরু হবে। এবার টানা ম্যাচ হবে না, মাঝে মাঝে থাকবে একদিন করে পূর্ণ বিশ্রাম। প্রথম ১০ দিনে ১৬ ম্যাচ হওয়ার পর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে পরবর্তী পর্ব। এখানে ৬ দিনে ১০ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ নবেম্বর থেকে ২২ নবেম্বর। ২৫ নবেম্বর হতে তৃতীয় ও শেষ পর্বসহ দুটি কোয়ালিফায়ার এবং ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলায়। ৯ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। শুধু ফাইনালের জন্যই পরদিন রাখা হয়েছে রিজার্ভ ডে।
×