ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুশ্চিন্তায় গ্রেসি

প্রকাশিত: ০৬:২৩, ২৪ অক্টোবর ২০১৬

দুশ্চিন্তায় গ্রেসি

স্পোর্টস রিপোর্টার ॥ দুইবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। ২০১৪ সালে প্রথমবার ইউএস জাতীয় চ্যাম্পিয়নশিপসে স্বর্ণ জয়ের পর এ বছর আবার সেটা পুনরুদ্ধার করেছেন। তবে নিজেকে নিয়ে মোটেও সন্তুষ্ট না গ্রেস এলিজাবেথ গোল্ড। ২১ বছর বয়সী এ সুন্দরী তরুণী ফিগার স্কেটার স্কেট আমেরিকা দিয়ে নতুন মৌসুম শুরু করেছেন। ২০১৮ সালের শীতকালীন অলিম্পিকের আগে এ মৌসুমে নিজেকে আরও দুরন্ত, দক্ষ, মোহনীয় করে তুলতে চান গ্রেসি। কারণ ফিগার স্কেটিংয়ের অন্যতম অপরিহার্য অংশ সুশ্রী, মোহনীয় দেহ সৌষ্ঠব। সেটা নিয়েই কিছুটা দুশ্চিন্তায় আছেন এ মার্কিন তারকা। তা দ্রুতই কাটিয়ে উঠে শারীরিক সৌন্দর্যের উন্নতি ঘটাতে চান গ্রেসি। স্কেট আমেরিকায় আসার পর মানসিক দুশ্চিন্তায়ও পড়ে গেছেন গ্রেসি। কারণ শর্ট ও লং প্রোগ্রামে সে নিজের সেরাটা দেখাতে পারেননি। দুইবার তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছেন। ফলে ১১ তরুণীর ফিল্ড প্রোগ্রামে পঞ্চম হয়েছেন। তারচেয়ে ১২ পয়েন্ট এগিয়ে এ্যাশলে ওয়াগনার প্রথম স্থান দখল করেন। রাশিয়ায় অনুষ্ঠিত সোচি শীতকালীন অলিম্পিকে নিজেকে হারিয়ে ফেলেছিলেন গ্রেসি। সেবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েও কোন প্রোগ্রামে চ্যাম্পিয়ন হতে পারেননি। শুধু জিততে পেরেছেন একটি ব্রোঞ্জ, সেটিও দলগত ইভেন্টে। তবে গত বছরের শেষদিক থেকে নিজেকে আবার ফিরে পেতে শুরু করেন তিনি। এবার জাতীয় চ্যাম্পিয়নশিপসও পুনরুদ্ধার করেছেন। আর মাত্র ১৬ মাস পরেই পরবর্তী শীতকালীন অলিম্পিক। এর আগে এমন পারফর্মেন্স নিয়ে মানসিকভাবেই বেশ হতাশ তিনি। গ্রেসি বলেন, ‘আমার সবচেয়ে জরুরী বিষয় হচ্ছে নিজের শারীরিক কাঠামো এবং মানসিক অবস্থার উন্নতি। সেটা বছরের বাকিটা সময়ে পুনরুদ্ধার করতে হবে।’ স্ট্যামিনা বা এনার্জির ঘাটতি সেভাবে নেই। কিন্তু সেটাতেও তিনি উন্নতি করতে চান। বিশেষ করে লং প্রোগ্রামের জন্য আরও অনুশীলন করা অতীব জরুরী বলেই মনে করেন তিনি। এ বিষয়ে গ্রেসি বলেন, ‘শরীরের ওজন বেশি হয়ে গেছে এমন কাউকে আসলে ফিগার স্কেটিংয়ে দেখা যায় না। কোন কারণেই এটা মানানসই নয়। পুরো বছরই আমি এটা নিয়ে সংগ্রাম করছি, গত মৌসুমেও অনেক বড় সমস্যার কারণ ছিল এটা। বিশেষ করে কঠিন ট্রিপল জাম্পটাই বড় ঝামেলার বিষয়। আমি এটা উপলব্ধি করছি কিন্তু এমন উচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় নামার জন্য সেভাবে নিজেকে ফিট করতে পারিনি।’ যদিও এখন পর্যন্ত যথেষ্টই আছে ওজনটা। কিন্তু ফিগার স্কেটিংয়ের জন্য এটা নিখুঁত শারীরিক পরিস্থিতি নয় বলেই মনে করছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এই গ্রীষ্মে আমি ঠিক এ্যাথলেটিক শরীর নিয়ে কোথাও নামতে পারিনি। কিন্তু সার্বিক সমর্থন আমার সঙ্গে আছে। এখন সেসবের ওপর আস্থা রেখে নিজের কাজটা করে যেতে হবে।’
×