ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বার্সিলোনার বিতর্কিত জয় ভ্যালেন্সিয়ার বিপক্ষে

প্রকাশিত: ০৬:২২, ২৪ অক্টোবর ২০১৬

বার্সিলোনার বিতর্কিত জয় ভ্যালেন্সিয়ার বিপক্ষে

স্পোর্টস রিপোর্টার ॥ আপসোস করতেই পারে ভ্যালেন্সিয়া। প্রথমে পিছিয়ে পড়লেও বার্সিলোনার বিরুদ্ধে একপর্যায়ে এগিয়ে গিয়েছিল সিজার প্রাণদেল্লির দল। পরের কাতালানরা সমতা ফেরায়। এ অবস্থাতেই শেষ হতে যাচ্ছিল ম্যাচটি। কিন্তু শেষ বাঁশি বাজার মুহূর্তে (৯৪ মিনিট) বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে বার্সিলোনাকে ৩-২ ব্যবধানে জয় উপহার দেন লিওনেল মেসি। শনিবার রাতে স্প্যানিশ লা লিগার এই ম্যাচের রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ভ্যালেন্সিয়া। উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে যায় অতিথি বার্সা। এই গোলটি নিয়েও আছে বিতর্ক। বিরতির পর চার মিনিটের ব্যবধানে বার্সা থেকে ধারে আসা উইঙ্গার মুনির আল-হাত্তাদি ও রডরিগোর গোলে ভ্যালেন্সিয়া শুধু সমতা ফেরানো নয় এগিয়েও যায়। এরপর ম্যাচে কাতালানদের সমতা ফেরান লুইস সুয়ারেজ। এ অবস্থায় ম্যাচ যখন নিশ্চিত ড্র হতে যাচ্ছিল ঠিক তখন পেনাল্টি থেকে গোল করে বার্সাকে দারুণ জয় পাইয়ে দেন সেরা তারকা মেসি। এর ফলে সাম্প্রতিক সময়ে পেনাল্টি মিসের জ্বালা কিছুটা হলেও মেটান আর্জেন্টাইন অধিনায়ক। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে গোলের পর গোল করে চলেছেন মেসি। কিন্তু পেনাল্টি মিস করে বেশ সমালোচিত ছিলেন তিনি। বিশেষ করে গত জুনে কোপা আমেরিকার ফাইনালে চিলির বিরুদ্ধে মেসির পেনাল্টি মিসে শিরোপা হাতছাড়া হয় আর্জেন্টিনার। ম্যাচের ১৪ মিনিটেই ধাক্কা খায় বার্সা। এ সময় অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তাকে আঘাত পেয়ে স্ট্রেচারে করে বাইরে চলে যেতে হয়। ভ্যালেন্সিয়ার আর্জেন্টাইন মিডফিল্ডার এঞ্জো পেরেজের চ্যালেঞ্জে ইনিয়েস্তা ডান হাঁটুতে আঘাত পান। এই ঘটনায় রেফারি আলবার্তো উনডিয়ানো মালেনকো পেরেজকে হলুদ কার্ডও প্রদর্শন করেননি। এতে বার্সা কোচ লুইস এনরিকে বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন। ম্যাচের ২২ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় বার্সা। তবে ভ্যালেন্সিয়া অফসাইডের আবেদন করেছিল। ওই সময় সুয়ারেজের অবস্থান অফসাইডে ছিল কিনা এনিয়ে অবশ্য সন্দেহ ছিল। বিরতির পর ভ্যালেন্সিয়া ম্যাচের চেহারা পাল্টে দেয়। ডানি পারেজোর কাট-ব্যাক থেকে হাত্তাদির বটম কর্ণারের গোলে সমতা ফেরায় স্বাগতিকরা। ন্যানির বাড়ানো বল থেকে ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রডরিগো। এই গোলে ভ্যালেন্সিয়ার নতুন কোচ সিজার প্রাণদেল্লির উদযাপনটা ছিল চোখে পড়ার মতো। যদিও ভ্যালেন্সিয়া এই এগিয়ে যাওয়া মাত্র ছয় মিনিট ধরে রাখতে পারে। ইভান রাকিটিচের হেড থেকে ফিরতি বলে সুয়ারেজ গোল করে কাতালানদের পক্ষে সমতা ফেরান ৬২ মিনিটি। ম্যাচ শেষে বার্সা কোচ লুইস এনরিকে বলেন, আমাদের সেরা পেনাল্টি স্ট্রোকার মেসি, এতে কোন সন্দেহ নেই। সে আরেকবার দেখিয়েছে কেন সেরা। সঠিক সময়েই মেসি দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। এটা আমাদের দলের জন্য একটি দারুণ প্রাপ্তি। এনরিকে আরও বলেন, আমরা যেভাবে ম্যাচটি জিতেছি তা দেখিয়েছে এই দলের কী স্পিরিট আর দৃঢ়তা আছে। ইনিয়েস্তার চোটের মতো দুর্ভোগের পর আপনি শেষ মুহূর্ত পর্যন্ত এই দলের দৃঢ়তা দেখে থাকবেন। দলের ৩ পয়েন্ট যোগ করার বিশ্বাস ছিল। কোন দুর্ভোগ ছাড়াই এটা পেতে চাইছিলাম। তবে এটা কিন্তু খেলোয়াড়দের মনোভাবের বিষয়টাও ভালোভাবে তুলে আনে। আমি আজ আমার সব খেলোয়াড়কে অভিনন্দন জানাতে চাই। প্রতিপক্ষ আর আমাদের ভুলগুলোর বিবেচনায় তারা কঠিন একটি পরিস্থিতি জয় করেছে। এই মৌসুমে দিয়াগো আলভেস ভ্যালেন্সিয়ার হয়ে তিনটি পেনাল্টি আটকে দেন। মেসির পেনাল্টিও তিনি অতীতে রক্ষা করেছেন। কিন্তু এবার আর শেষ রক্ষা করতে পারেননি। এবারও মেসির শট আটকে দেয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার হাতের নিচ দিয়ে বল জালে জড়ায়। ভ্যালেন্সিয়ার স্পোর্টিং ডিরেক্টর জেসুস গার্সিয়া রেফারির সমালোচনা করে বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। অবশ্যই এই রেফারিং মেনে নেয়া কঠিন। এই ম্যাচে ভ্যালেন্সিয়ার হার দুঃখজনক ছাড়াই কিছুই না। এজন্য ক্ষোভ প্রকাশ করেন ভ্যালেন্সিয়ার সমর্থকরাও। মেসির ‘বিতর্কিত’ প্রথম গোল আর নিজেদের দলের পেনাল্টির আবেদনে রেফারির সাড়া না দেয়ায় আগে থেকে উত্তেজিত ছিল স্বাগতিক সমর্থকরা। এরপর আবার যোগ করা সময়ে পেনাল্টি থেকে বার্সিলোনার জয়সূচক গোল। শেষ পর্যন্ত তারা তাই ক্ষোভ ঝরান মেসি-নেইমারদের ওপর বোতল ছুড়ে!
×