ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা সাংবাদিক তিমির দত্ত আর নেই

প্রকাশিত: ০৬:২১, ২৪ অক্টোবর ২০১৬

মুক্তিযোদ্ধা সাংবাদিক  তিমির দত্ত  আর নেই

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক তিমির লাল দত্ত আর নেই। রবিবার সকাল ৬টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাজধানীতে জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বরিশালের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন ও রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদানের পর তার মরদেহ বরিশাল শহরের কালীবাড়ি মহাশ্মশানে দাহ করা হয়। প্রয়াতের কন্যা মন্দিরা দত্ত জানান, শনিবার গভীর রাতে রাজধানীর বাসাবোর আহম্মেদ বাগের বাসায় তিমির দত্ত উচ্চ রক্তচাপজনিত রোগে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। রবিবার সকালে বারডেম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যু সংবাদ শুনে আত্মীয়স্বজন ও অনেক সাংবাদিক বারডেমে ভিড় করেন। এ সময় পরিবারের সদস্য ও তার দীর্ঘদিনের প্রিয় সহকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন। সংবাদ পেয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বারডেম হাসপাতালে গিয়ে শোকার্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। বরিশাল নগরীর কৃতি সন্তান তিমির লাল দত্তের মৃত্যুর খবর বরিশালে ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। ১৯৫০ সালের ১৫ মে তিমির লাল দত্ত বরিশাল নগরীর দত্ত পরিবারের সন্তান এ্যাডভোকেট জিতেন্দ্র লাল দত্ত ও শোভা রানী দত্ত দম্পত্তির ঘরে জন্মগ্রহণ করেন। মহান মুক্তিযুুদ্ধের সময় পাক সেনাদের বুলেটে মুক্তিযোদ্ধা তিমির লাল দত্তের বড় ভাই মিহির লাল দত্ত ও মেঝ ভাই সমির লাল দত্ত গুরুতর আহত এবং তাদের বাবা জিতেন্দ্র লাল দত্ত ও সেজ ভাই সুবীর লাল দত্ত পান্থ শহীদ হন। তিনি দত্ত ব্রজমোহন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স (হিসাববিজ্ঞান) ও এমএ (বাংলা) পাস করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন বরিশাল বিভাগের নৃত্যগুরু ও একজন তবলা বাদক। বরিশালের সাংস্কৃতিক অঙ্গনে তার ব্যাপক পরিচিতি রয়েছে।
×