ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

৭ দিনে আওয়ামী লীগের ফেসবুক পেজ দেখেছে এক কোটিরও বেশি দর্শক

প্রকাশিত: ০৬:২১, ২৪ অক্টোবর ২০১৬

৭ দিনে আওয়ামী লীগের ফেসবুক পেজ দেখেছে এক কোটিরও  বেশি দর্শক

স্টাফ রিপোর্টার ॥ সম্মেলন ঘিরে এক কোটিরও বেশি দর্শক গত সাত দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ফেসবুক পেজ দেখেছেন। ২০তম জাতীয় সম্মেলনের অনুষ্ঠানের খবরাখবর রেখেছেন সাত লাখের বেশি দর্শক। রবিবার বিষয়টি নিশ্চিত করেছে আওয়ামী লীগের গবেষণা বিভাগ ‘সেন্টার ফর রিসার্চ এ্যান্ড ইনফরমেশন’ (সিআরআই)। সিআরআই জানিয়েছে, শনিবার পর্যন্ত আওয়ামী লীগের ফেসবুক পেজের বিভিন্ন কার্যক্রমে এক কোটির বেশি দর্শক ছিল। দলটির ইতিহাস, সংগ্রাম, শেখ হাসিনার নেতৃত্বে সরকারের বিভিন্ন কাজ নিয়ে করা পোস্টার, ব্যানার এবং বিশেষ প্রতিবেদনগুলো দলের নেতা-কর্মীরা নিজেদের টাইমলাইনে ভাগ করে নিয়েছেন। দলের ফেসবুক পেজে সম্মেলনের প্রথম দিনের সম্পূর্ণটাই সরাসরি দেখানো হয়। এর পাশাপাশি সার্বক্ষণিক সর্বশেষ ঘটনাও ফেসবুক পেজ এবং টুইটারে দেয়া হয়। শনিবার সাত লাখের বেশি দর্শক সম্মেলন দেখেন। সিআরআইয়ের নির্বাহী কর্মকর্তা সাব্বির বিন শামস বলেন, অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে দলের তৃণমূল কর্মীরা যাতে সংহতি জানাতে পারেন, সে জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়া সরকারের উন্নয়নমূলক কাজগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে ছড়িয়ে দেয়া এবং দলটির উজ্জ্বল অতীতের বিষয়ে জনগণকে জানাতে চেষ্টা করেছি।
×