ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রাচীনতম বিমানবাহী রণতরীকে বিদায়

প্রকাশিত: ০৫:৫৮, ২৪ অক্টোবর ২০১৬

প্রাচীনতম বিমানবাহী রণতরীকে বিদায়

বিশ্বের প্রাচীনতম বিমানবাহী রণতরী আইএনএস বিরাটকে বিদায় জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। রণতরীটি দীর্ঘ পাঁচ দশক সেবা দিয়েছে। শুক্রবার বন্দর নগরী কোচি থেকে রণতরীটি বিদায়ী যাত্রা শুরু করে। আইএনএস বিরাটকে বিদায় জানাতে এদিন ভারতীয় নৌবাহিনীর দক্ষিণ কমান্ডের চীফ অব স্টাফ রিয়ার এ্যাডমিরাল নাদকানিসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোচি বন্দর থেকে মুম্বাইয়ের দিকে রওনা হয় বিরাট। আপাতত মুম্বাইয়েই থাকবে এই রণতরী। এ বছরের শেষদিকে পুরোপুরি অব্যাহতি পাবে বিরাট। রণতরীটি ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যুক্ত হওয়ার আগে ব্রিটিশ রয়্যাল নেভিকে ২৭ বছর সেবা দিয়েছে। মোট ৫৫ বছর নৌবাহিনীর সেবায় নিয়োজিত ছিল এই রণতরী। দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর বিরাটকে পেতে আগ্রহী অন্ধ্র প্রদেশ সরকার। পর্যটক আকর্ষণের জন্য বিশাখাপত্তনমে রাখা হবে বিরাটকে। এ বিষয়ে আপত্তি জানায়নি ভারতীয় নৌবাহিনী। -ইন্ডিয়ান এক্সপ্রেস
×