ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিদেশে থেকে দলীয় পদে থাকা ঠিক না ॥ জয়

প্রকাশিত: ০৫:৫৭, ২৪ অক্টোবর ২০১৬

বিদেশে থেকে দলীয় পদে  থাকা ঠিক না ॥ জয়

বিশেষ প্রতিনিধি ॥ দু’দিনের জাতীয় সম্মেলনেই কাউন্সিলররা অভিন্নকণ্ঠে প্রবল দাবি জানালেও এখনই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে আসতে অনাগ্রহ জানিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্র প্রবাসী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের নেপথ্যের প্রধান কারিগর এই তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ বলেন, বিদেশে থেকে দলীয় পদ ধরে রাখা ঠিক না। আমি দলের জন্য, দেশের জন্য কাজ করতে চাই। রবিবার বিকেলে আওয়ামী লীগের সম্মেলনস্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলের গবেষণা সেল সিআরআইয়ের স্টলে গেলে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন সজীব ওয়াজেদ জয়। নানা ও মায়ের দল আওয়ামী লীগের সম্মেলনে এবারই প্রথম কাউন্সিলর হয়েছেন ৪৫ বছর বয়সী সজীব ওয়াজেদ জয়। পিতৃভূমি রংপুর থেকে তাকে কাউন্সিলর করে পাঠানো হয়েছে। প্রথম দিনের মতো দ্বিতীয় দিন রবিবারও আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে অংশ নেন জয়। সারাদেশ থেকে আসা হাজার হাজার কাউন্সিলর অভিন্নকণ্ঠে দলে তরুণ প্রজন্মের উন্মেষ ঘটাতে সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সম্মানজনক পদে রাখার প্রবল দাবি জানান। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট করে কিছু না জানিয়ে বলেন, ‘জয় তো এমনিতেই সম্মানজনক পদে রয়েছে। সে তো আমার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা।’ শেখ হাসিনাপুত্র শনিবার কাউন্সিলে যোগ দিলে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, শেখ হাসিনা আমাদের শেষ ভরসা। আর এখানে আছেন আরেকজনও শেষ ভরসা। তিনিই (জয়) আগামীতে নেতৃত্ব দিয়ে এগিয়ে নেবেন।
×