ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কলম বটে!

প্রকাশিত: ০৫:৫৪, ২৪ অক্টোবর ২০১৬

কলম বটে!

সুইস প্রিমিয়াম কোম্পানি বরাবরই লেখার জন্য নিত্য নতুন কলম তৈরি করে চমক সৃষ্টি করে। সুইজারল্যান্ডের এই কোম্পানি এবারও রকেট আকৃতির ঝর্ণা কলম তৈরি করে আলোড়ন তুলেছে। ঝর্ণাকলমটি তৈরি করতে সুইস প্রিমিয়াম কোম্পানি ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান এমবিএ্যান্ডএফ-এর সহায়তা নিয়েছে। কলমটির দাম ধরা হয়েছে ২০ হাজার ডলার। কলমটি তৈরি করতে সুইস প্রিমিয়াম চার বছর ধরে কাজ করেছে। এতে অন্তত ৯০টি নতুন উপাদান রয়েছে। এই উপাদানগুলোই কলমটিকে অন্যগুলোর তুলনায় আলাদা করে তুলেছে। এমবিএ্যান্ডএফ কোম্পানির মালিক ম্যাক্সিমিলিয়ান বুশার বলেন, এই কলম দিয়ে লেখার সময় শিক্ষার্থীদের মনে মহাকাশ জয়ের একটা স্বপ্ন দানা বাঁধবে। তিনি বলেন, আমিও ছোটবেলায় মহাকাশ জয়ের স্বপ্ন দেখতাম। তখন থেকেই আমি বিশেষ ধরনের যন্ত্র আবিষ্কার করতে চাইতাম। এই কলম তৈরিতে যেমন ৯৯টি উপাদান ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে মিল রেখে আপাতত ৯৯টি কলম বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। আর ২০ হাজার ডলার দাম প্রসঙ্গে ম্যাক্সিমিলিয়ান বুশার বলেন, কলমটি হাতে নেয়ার পর এটির দাম এত বেশি বলে আপনার মনেই হবে না। -মেল্টাল ফ্লস অবলম্বনে।
×