ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যৌন নিপীড়নের অভিযোগকারী নারীদের বিরুদ্ধে ট্রাম্পের হুঙ্কার

ওদের বিরুদ্ধে মামলা করব

প্রকাশিত: ০৪:০২, ২৪ অক্টোবর ২০১৬

 ওদের বিরুদ্ধে মামলা করব

রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ঐতিহাসিক গেটিসবার্গে ভাষাদানকালে সংকল্প ব্যক্ত করেছেন- যেসব নারী তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন তাদের বিরুদ্ধে তিনি মামলা করবেন। ট্রাম্প অভিযোগ করেন, মিডিয়া পক্ষপাতিত্বমূলক খবর প্রকাশ করছে। খবর ওয়াশিংটন পোস্ট, এএফপি ও গার্ডিয়ানের। রিপাবলিকান প্রার্থী শনিবার আমেরিকার রক্তাক্ত গৃহযুদ্ধ ও ১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের দেয়া ঐতিহাসিক ভাষণের স্মৃতিবাহী স্থান গেটিসবার্গ ন্যাশনাল মিলিটারি পার্কের কাছে একটি হোটেলে বক্তব্য রাখেন। মঞ্চে উঠেই ট্রাম্প বলেন, ‘পবিত্র ভূমি গেটিসবার্গে উপস্থিত হতে পেরে আমি সৌভাগ্যবান, ঠিক যে জায়গায় স্বাধীনতার জন্য অনেক মানুষ তাদের জীবন উৎসর্গ করেছেন।’ তিনি বলেন, ‘প্রেসিডেন্ট লিঙ্কন এমনই এক বিভক্তির সময় দায়িত্ব পালন করেছিলেন যেমনটি আমরা এর আগে কখনও দেখিনি। আমার ইচ্ছা যে, আমরা এখন ঠিক যে বিভক্তির মধ্যে আছি তা নিরসনে তার দৃষ্টান্ত অনুসরণ করতে পারি।’ তবে ট্রাম্প তার বক্তৃতার প্রথম অংশে ক্ষোভ প্রকাশ করেন। তিনি যৌন নিপীড়নের অভিযোগকারী নারীদের ‘মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছেন। এসব নারী সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার বিরুদ্ধে তাদের সম্মতি ছাড়াই জড়িয়ে ধরা ও চুমু দেয়ার অভিযোগ করেন। ট্রাম্প নির্বাচনের পর তাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেন। এ ঘোষণার কয়েক ঘণ্টা আগে এ্যাডাল্ট ফিল্ম অভিনেত্রী ও পরিচালক জেসিকা ড্রেক সর্বশেষ ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন। ড্রেক অভিযোগ তোলা নারীদের মধ্যে একাদশ। তিনি বলেন, রিপাবলিকান প্রার্থী তার হোটেল রুমে যেতে তাকে ১০ হাজার ডলার দেয়ার প্রস্তাব দিয়েছিলেন। জেসিকা অভিযোগ করেন, রিয়েল এস্টেট ধনকুবের তাদের জড়িয়ে ধরতেন, বাজে মন্তব্য করতেন অথবা জোর করে চুমু দিতেন। জেসিকা জানান, তিনি ২০০৬ সালে ক্যালিফোর্নিয়ায় একটি গলফ টুর্নামেন্টে ট্রাম্পের সঙ্গে দেখা করেন। এ সময় ট্রাম্প তাকে হোটেল রুমে একা যেতে বললে আরও দুই নারীকে নিয়ে তিনি সেখানে যান। ট্রাম্প সেখানে তাদের প্রত্যেককে জবরদস্তিমূলক জড়িয়ে ধরেন এবং অনুমতি ছাড়াই তাদের প্রত্যেককে চুমু দেন। ট্রাম্প তাদের পর্নোগ্রাফির মতো ফিল্ম করার প্রস্তাব দেন। রিপাবলিকান প্রার্থী শনিবার বলেন, ‘প্রত্যেক নারী মিথ্যা বলেছেন। তারা আমার নির্বাচনী প্রচারকে ব্যাহত করতে চেয়েছেন। সবই বানোয়াট। ওই সব ঘটনা (যৌন নিপীড়নের) কখনও ঘটেনি। তাদের সবাই মিথ্যাবাদী। নির্বাচনের পর আমি তাদের বিরুদ্ধে মামলা করব।’ ট্রাম্প মিডিয়ার কড়া সমালোচনা করে বলেন, অভিযোগকারী নারীরা ও সংবাদমাধ্যম মার্কিন ভোটারদের মন ‘বিষিয়ে’ তোলার চেষ্টা করছে। তিনি আরও বলেন, কোন প্রমাণ না দিয়েই ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি ও হিলারি ক্লিনটনের প্রচার শিবির এসব অভিযোগ তুলছে। ট্রাম্প বলেন, ‘মামলার মাধ্যমে আমরা এসব কর্মকা-ে তাদের সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারব।’ তিনি সাংবাদিকদের বিরুদ্ধে তার সমাবেশের জনসমাগমের চিত্র সঠিকভাবে তুলে না ধরারও অভিযোগ করেন। ট্রাম্প বলেন, ‘প্রধান ধারার অসাধু মিডিয়া এ দুর্নীতির প্রধান হাতিয়ার। মিডিয়াগুলো দুর্নীতিগ্রস্ত। তারা মিথ্যা বলছে এবং যে তাদের পছন্দের প্রার্থী নয় তাকে খারাপ এমনকি বিপজ্জনক হিসেবে তুলে ধরতে বানোয়াট কাহিনী ফাঁদছে। তারা আমার সমাবেশের বিশাল জনসমুদ্রের কথা কখনও তুলে ধরছে না এবং আমাদের সকল কর্মকা- খাটো করে দেখার চেষ্টা করছে।’ ১৩ মিনিটের বেশি সময় আক্রমণাত্মক বক্তব্য দেয়ার পর ট্রাম্প ক্ষমতায় গেলে তার প্রথম এক শ’ দিনের কর্মকা-ের রূপরেখা তুলে ধরেন। এদিকে ট্রাম্পের প্রচার শিবির অভিনেত্রী ড্রেকের অভিযোগকে ‘পুরোপুরি মিথ্যা ও হাস্যকর’ অভিহিত করে একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, ট্রাম্প ওই ব্যক্তিকে চেনেন না, ওই ব্যক্তিকে স্মরণ করতে পারছেন না এবং তিনি কখনও তাকে জানার আগ্রহও পোষণ করবেন না।
×