ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোচিংবিরোধী অভিযান

প্রকাশিত: ০৩:৫৬, ২৪ অক্টোবর ২০১৬

কোচিংবিরোধী অভিযান

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ রবিবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন সরকারী-বেসরকারী স্কুল ও কোচিং সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। শিক্ষা মন্ত্রণালয় প্রণীত কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণ নীতিমালা বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) খুলনা অঞ্চল। কোচিং বিরোধী অভিযান টের পেয়ে এ সময় কোচিং সেন্টারে তালা ঝুলিয়ে পালিয়েছেন অনেক শিক্ষক। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর খুলনা অঞ্চলের উপ-পরিচালক টিএম জাকির হোসেনের নেতৃত্বে মাউশির কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করে। ই-টেন্ডারে সাশ্রয় স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ গতানুগতিক টেন্ডার প্রক্রিয়ার পরিবর্তে এখন প্রায় সব কাজেই ই-টেন্ডার বা ই-জিপি পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। গত ৬ মাসে খুবির কেবলমাত্র প্রকৌশল বিভাগ থেকে পাঁচটি পূর্ত বিষয়ক উন্নয়ন কাজের ই-টেন্ডার প্রদান করায় প্রাক্কলিত ব্যয়ের চেয়ে কমে ই-টেন্ডার জমা পড়ে। এতে ২ কোটি ৬৩ লাখ টাকা সাশ্রয় হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক জানান, ডিজিটাল বাংলাদেশ রূপায়নের অংশ ই-জিপি (ইলেক্ট্রনিক-গবর্নমেন্ট প্রকিউরমেন্ট)। ই-জিপি হলো- অনলাইনে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে টেন্ডার।
×