ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আট বছর পর ফিরে এলো নিখোঁজ শিশু

প্রকাশিত: ০৩:৫৫, ২৪ অক্টোবর ২০১৬

আট বছর পর ফিরে এলো নিখোঁজ শিশু

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ পুলিশের সহায়তায় আট বছর পর নিখোঁজ শিশু নুরুল ইসলামকে ফিরে পেয়েছে পরিবার। ভারতের বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হয়েছে। শিশু নুরুল ইসলাম এখন ১৫ বছরের কিশোর। ছেলেকে ফিরে পাওয়ায় আনন্দে আত্মহারা বাবা-মা ও ভাই। প্রতিবেশীদের মাঝেও বইছে খুশির জোয়ার। খাগড়াছড়ি জেলা সদরের শালবন এলাকার রিক্সাচালক সরবত আলীর মেজ ছেলে নুরুল ইসলাম। ২০০৮ সালে নতুন পুলিশ লাইন্স এলাকা থেকে সে হারিয়ে যায় সে। তখন তার বয়স ছিল সাত বছর। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও কোন সন্ধান পায়নি নুরুলের। তাকে ফিরে পাবার আশা ছেড়ে দেয় বাবা-মা। তবে প্রায় আট বছর পর খাগড়াছড়ি পুলিশ সুপারের সহযোগিতায় ছেলেকে ফিরে পেয়েছেন বাবা-মা। চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে দিল্লীতে বেশ কিছু শিশুর সঙ্গে নুরুল ইসলামকে উদ্ধার করে ভারতীয় পুলিশ। নুরুল ইসলামের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশ দূতাবাসে জানানো হয়। পরে দূতাবাসের মাধ্যমেই তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় খাগড়াছড়ি পুলিশ সুপার। শেষে গত শুক্রবার রাতে যশোরের বেনাপোল সীমান্তের চেকপোস্ট থেকে ছেলেকে বুকে নেয় বাবা-মা। তবে শিশু বয়সে কিভাবে সে ভারত গিয়েছিল সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে না পারলেও পরিবারকে ফিরে পেয়ে খুশি নুরুল ইসলাম।
×