ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৫৫, ২৪ অক্টোবর ২০১৬

টুকরো খবর

পিতা-কন্যা হত্যা মামলার দ্রুত বিচার দাবি স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার লবণচরা থানার বুড়ো মৌলভীর দরগা এলাকার পিতা ইলিয়াস চৌধুরী ও তার কন্যা এক্সিম ব্যাংক কর্মকর্তা পারভীন সুলতানা হত্যা মামলা স্পর্শকাতর ও চাঞ্চল্যকর মামলা হিসেবে দ্রুত বিচার আদালতে বিচারের দাবিতে রবিবার খুলনায় মানববন্ধন করা হয়েছে। ‘সম্মিলিত মানবাধিকার সুরক্ষা ফোরাম’ খুলনার উদ্যোগে সকাল ১০টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত হয়। ফোরামের সদস্য সচিব বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী এ্যাডভোকেট মোঃ মোমিনুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন জনউদ্যোগ খুলনার সভাপতি এ্যাডভোকেট কুদরত ই খুদা। বক্তব্য রাখেন শাহ মামুনুর রহমান তুহিন, এ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা, রিজিয়া পারভীন, মামলার বাদী রেজাউল আলম চৌধুরী বিপ্লব। সিরাজগঞ্জে ভূমিহীনদের বিক্ষোভ সমাবেশ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ রবিবার সকালে রায়গঞ্জ উপজেলার নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের নয়াপুকুর ও শৈলাদিঘী পুকুরপাড়ে শতাধিক ভূমিহীন পরিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। উচ্ছেদের নোটিস প্রদানের প্রতিবাদে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল আক্তারের কাছে স্মারকলিপি প্রদান করেন। দাসিয়ারছড়া ইউনিয়ন দাবি স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ আবারও ফুঁসে উঠেছে দেশের বৃহত্তম বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার অধিবাসীরা। স্বতন্ত্র ইউনিয়ন ও বাদপড়া নাগরিকদের ভোটার করার দাবিতে রাস্তায় নেমে এসেছে তারা। রবিবার দুপুরে দাসিয়ারছড়া থেকে শত শত নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে দেড় কিলোমিটার পথ অতিক্রম করে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে। এ সময় পুলিশী বাধায় মিছিলটি উপজেলা গেটে অবস্থান নিলে ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে আন্দোলনকারীদের পক্ষ থেকে আতর আলী, মতিয়ার রহমান ও আলমগীর হোসেনের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন সাহাবের কাছে স্মারকলিপি হস্তান্তর করে। পরে প্রতিবাদকারীরা ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেনÑ বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, শিক্ষক হামিদুল ইসলাম, আলমগীর হোসেন, আক্কাস আলী, শরিফুল হক, ধীরেন চন্দ্র রায় প্রমুখ। অস্ত্রসহ যুবক আটক নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৩ অক্টোবর ॥ একটি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ শাওন হোসেন (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাওন সদর উপজেলার ফতেঙ্গা পাড়া এলাকার এবং ১০নং বড়হরিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রাইজুল ইসলাম রাজুর ছেলে। পুলিশ জানায়, শনিবার রাতে অভিযান চালিয়ে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে শাওন হোসেনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে একটি রিভলবার, ৮ রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আট মাদকসেবীর সাজা নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৩ অক্টোবর ॥ চোলাই মদ উৎপাদন, সংরক্ষণ, বিক্রি ও সেবনের অপরাধে ৮ মাদকসেবী ও বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত ৮ দিকে সদর উপজেলার শংকরভাগ আদিবাসী পল্লীতে অভিযান চালিয়ে তাদের বিভিন্নমেয়াদে সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান। জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামানের নেতৃত্বে রাতে সদর উপজেলার শংকরভাগ আদিবাসী পল্লীতে অভিযান চালায় র‌্যাব-৫। এ সময় চোলাই মদ উৎপাদন, সংরক্ষণ, বিক্রি ও সেবনের দায়ে কৃষ্ণ পাহান ও পরেশ তেলীকে, আউয়াল, জিল্লুর রহমান, মোখলেছুর রহমান, কামরুজ্জামানকে আটক করে র‌্যাব। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান তাদের মধ্যে পরেশ ও কৃষ্ণকে ৬ মাসের ও বাকিদের ৩ মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন। ১৫ দিন নিখোঁজ স্কুলছাত্র স্টাফ রিপোর্টার, ময়মনিসংহ ॥ ময়মনসিংহ শহরতলীর শম্ভুগঞ্জ পশ্চিম বাজার এলাকা থেকে রহস্যজনক নিখোঁজের ১৫ দিনেও কোন সন্ধ্যান মিলেনি স্কুলছাত্র জুনায়েদ ইসলাম লিখনের (১৩)। গত ৮ অক্টোবর নিজ বাসা থেকে নিখোঁজ রয়েছে শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী লিখন। লিখন অপহৃত হয়েছে নাকি কোন গোপন জঙ্গী সংগঠনে যোগ দিয়েছেÑ এ ব্যাপারে কোন ধারণা করতে পারছে না ময়মনসিংহ পুলিশ ও লিখনের পরিবার। ফলে এ নিয়ে চরম উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছে পরিবারটি। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো গত ৮ অক্টোবর ভোর ৫টার দিকে শম্ভুগঞ্জ পশ্চিম বাজার জামে মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য লিখন বাসা থেকে বের হয়। নামাজ পড়া শেষে মসজিদ থেকে বের হতেও দেখেছেন স্থানীয় মুসল্লিরা। কিন্তু এর পর থেকে রহস্যজনক নিখোঁজ রয়েছে লিখন। ১০ ঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর কোতোয়ালি থানার আলকরণ দোভাষ কলোনি এলাকায় আগুনে পুড়েছে ১০টি বসতঘর। রবিবার সকাল পৌনে ৭টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা যায়, কেরোসিনের বাতি থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে ৬টি গাড়ি দ্রুত ছুটে যায়। দমকল কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে পুড়েছে ১০টি আধা পাকা বসতঘর। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে। সন্ত্রাসী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৩ অক্টোবর ॥ আলোচিত সাত খুন মামলা থেকে অব্যাহতি পাওয়া সিদ্ধিরগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী আনোয়ার হোসেন আশিককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৭টি মামলার ওয়ারেন্ট ছাড়াও ১২-১৩টি মামলা রয়েছে। রবিবার বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সাত খুনের মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর সিদ্ধিরগঞ্জে ফিরে এসে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে আওয়ামী লীগে যোগ দেয় সন্ত্রাসী আশিক। স্থানীয় বাসিন্দারা জানান, আওয়ামী লীগে যোগ দেয়ার পর থেকে আনোয়ার হোসেন আশিক সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়ার ক্যাডার হিসেবে কাজ করে আসছিল। আরিফ হাসপাতাল থেকে কারাগারে স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার আসামি কারাবন্দী অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র (সাময়িক বহিষ্কৃত) আরিফুল হক চৌধুরীকে রবিবার কারাগারে প্রেরণ করা হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর সিলেট কেন্দ্রীয় কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হলে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উন্নতি দেখে ছাড়পত্র দেন। পরে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। ১৫ দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৩ অক্টোবর ॥ রবিবার সকালে সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডে ইলেক্ট্রনিক্স মার্কেটে অগ্নিকা-ে ১৫ দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, রবিবার বেলা ১১টার দিকে মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকার জামাল ইলেক্ট্রনিক্স নামে একটি দোকান থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়ে পাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকা-ে সবুজ ইলেক্ট্রনিক্স, মোল্লা ইলেক্ট্রনিক্স, আব্দুল্লাহ ইলেক্ট্রনিক্সসহ ১৫ দোকান পুড়ে যায়। ময়না-টিয়া আর নেই নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৩ অক্টোবর ॥ আশা-নিরাশার দোলায় থাকা হবিগঞ্জের জোড়া লাগা সেই শিশু ময়না ও টিয়া আর নেই। শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ে দুই বোনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার। এদিকে শিশু দুটির মৃত্যুর খবরে হবিগঞ্জে নেমে এসেছে বিষাদের ছায়া। ৫ মুক্তিযোদ্ধার শাহাদাতবার্ষিকী পালন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মনিরামপুরের শহীদ আসাদ, শান্তি, মানিক, তোজো ও ফজলুর শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। দিবসটি উপলক্ষে রবিবার সকালে শহীদদের সমাধিস্থল মনিরামপুরের চিনাটোলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও শপথ পাঠ করা হয়। এ সময় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম শামীমুল হক, যশোর জেলা কমিটির সম্পাদক হাফিজুর রহমান, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের জেলা ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুর রহমান বাদল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সেখানে শহীদ স্মৃতিরক্ষা কমিটির অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস। সকাল সাড়ে ১০টায় কৃষক সংগ্রাম সমিতি মনিরামপুর উপজেলা কমিটির উদ্যোগে চিনাটোলা বাজারে স্মরণসভা অনুষ্ঠিত হয়। পরিতোষ দেবনাথের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেনÑ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা সম্পাদক হাফিজুর রহমান, কৃষক সংগ্রাম সমিতির বিদ্যুৎ সরকার ও জাতীয় ছাত্রদল যশোর জেলা আহ্বায়ক বিশ্বজিৎ বিশ্বাস।
×