ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যশোরে ভিখারির তালিকায় আওয়ামী লীগ নেতা

প্রকাশিত: ০৩:৫৪, ২৪ অক্টোবর ২০১৬

যশোরে ভিখারির তালিকায় আওয়ামী লীগ নেতা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হানেফ গাজী। তার দুই ছেলে বিদেশে থাকে। গ্রামের অবস্থাপন্নদের মধ্যে অন্যতম তিনি। জীবনে কখনও ভিক্ষা করার মতো পরিস্থিতি হয়নি। আশ্চর্যজনক হলেও সত্য, এই আওয়ামী লীগ নেতার নাম উঠেছে ভিখারির তালিকায়। কেউ কি হেয়প্রতিপন্ন করতে ভিখারির তালিকায় তার নাম ঢুকিয়ে দিয়েছে, সন্দেহ অনেকের। তবে সন্দেহ উড়িয়ে দিয়ে হানেফ গাজী বললেন, ‘আমাদের তো ভিটে-মাটি নেই। আমরা তো ভিখারিই।’ এই আওয়ামী নেতার পাশাপাশি ওই ওয়ার্ডে আরও কয়েক আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মীর নাম ভিখারির তালিকায় উঠেছে। অথচ খোদ শাসক দলের স্থানীয় নেতারা অভিযোগ করছেন, প্রকৃত ভিখারিদের অনেকের নামই বাদ গেছে। সম্প্রতি খুলনা বিভাগকে ভিখারিমুক্ত করার ঘোষণা দেন বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ। সেই অনুযায়ী ভিখারিদের তালিকা চাওয়া হয় বিভাগের সব জেলা-উপজেলা থেকে। লক্ষ্য তাদের পুনর্বাসন। দুই দিন আগে বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিকভাবে নড়াইল জেলাকে ভিখারিমুক্ত ঘোষণা করেছেন। নির্দেশনা অনুযায়ী মণিরামপুর উপজেলা প্রশাসন ১৭টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার ৮৭১ জন ভিখারির তালিকা প্রস্তুত করে। তার মধ্যে খেদাপাড়া ইউনিয়নের তালিকায় রয়েছে ৯৭ জনের নাম। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান তার ফেসবুক ওয়ালে ভিখারিদের নামের তালিকা প্রকাশ করেন। এ তালিকা ধরে অনুসন্ধানে পাওয়া গেছে কৌতুহলোদ্দীক তথ্য। দেখা গেছে, জালালপুর গ্রামের একই পরিবারের তিন ব্যক্তির নাম তালিকায় স্থান পেয়েছে। এরা হলেনÑ ওই গ্রামের হানেফ আলী গাজী, কামরুল এবং ইসহাক গাজীর স্ত্রী রাবেয়া খাতুন। উল্লেখ করা হয়েছে, এই তিনজন প্রয়োজনে ভিক্ষা করেন। হানেফ গাজী, কামরুল ও ইসহাক সম্পর্কে চাচা-ভাইপো। স্থানীয়রা জানিয়েছেন, হানেফ গাজী খেদাপাড়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি তার ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী হিসেবে একবার নির্বাচনও করেছেন। তার দুই ছেলে রেজাউল ও আমিনুর বিদেশে থাকেন। আর ইসহাক একই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। পারিবারিকভাবে তিনি সচ্ছল। তার স্ত্রী রাবেয়া গৃহিণী। কামরুল যুবলীগ কর্মী। জালালপুর বাজারে তার একটি দোকান আছে। খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক জিন্নাহ ওই তিনজনের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, এদের তিনজনের নামই তালিকা থেকে বাদ দিতে হবে। এরা ভিখারি নয়। জিন্নাহর সন্দেহ, কেউ হয়ত হেয় করার জন্য ভিখারির তালিকায় তাদের নাম দিয়েছে। হানেফ গাজী এ সন্দেহকে অমূলক বলছেন। তার ভাষ্য, ‘আমাদের তো ভিটে-মাটি নেই। তাহলে তো আমরা ভিক্ষুকই!’
×