ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পোরশায় আমনে পোকার আক্রমণ ॥ বিপাকে কৃষক

প্রকাশিত: ০৩:৫৩, ২৪ অক্টোবর ২০১৬

পোরশায় আমনে পোকার আক্রমণ ॥ বিপাকে  কৃষক

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৩ অক্টোবর ॥ পোরশায় আমন ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। উপজেলার কৃষকরা তাদের ক্ষেতের ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন। ক্ষেতে কীটনাশক স্প্রে করেও তেমন ফল পাচ্ছেন না বলে কৃষকরা জানিয়েছেন। জানা গেছে, কারেন্ট পোকার আক্রমণে ধানগাছ প্রথমে শুকিয়ে যাচ্ছে। পরে হলুদ বর্ণ ধারণ করে মরে যাচ্ছে ধানগাছ। কৃষকরা ভোর হলেই পিঠে কীটনাশক স্প্রে করার যন্ত্র চাপিয়ে ধানের জমিতে বেরিয়ে যাচ্ছেন। বিভিন্ন উপায়ে ধান বাঁচানোর চেষ্টাও করছেন তারা। এ অবস্থা থাকলে আমন ধানের ফলন বিপর্যয় ঘটতে পারে বলে অনেকে মনে করছেন। উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
×