ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ-গফরগাঁও সড়ক বেহাল

প্রকাশিত: ০৩:৫২, ২৪ অক্টোবর ২০১৬

ময়মনসিংহ-গফরগাঁও সড়ক বেহাল

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ গফরগাঁও যাতায়াতের সব সড়কের বেহাল দশার কারণে দুর্ভোগ এখন চরমে উঠেছে। ইতোমধ্যে অনেক সড়কে যানবাহন চলাচল কমে গেছে। বেড়েছে পরিবহন ভাড়া। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে রোগী ও শিক্ষার্থীরা। এলাকাবাসীর দাবি, গফরগাঁও থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে প্রসূতিকে পাঠানোর সময় অনেকের রাস্তায় প্রসব হয়ে যাচ্ছে! ময়মনসিংহ-গফরগাঁও-টোক, ত্রিশাল-বালিপাড়া-গফরগাঁও এবং ভালুকা-গফরগাঁওসহ ময়মনসিংহ, ত্রিশাল ভালুকা ও ঢাকা থেকে গফরগাঁও যাতায়াতের সব সড়কের সিলকোট, কার্পেটিং উঠে ইট সুরকি বের হয়ে আছে। সংস্কার ও মেরামতের অভাবে বর্ষায় যানবাহন চলাচলের সময়ে এসব সড়কে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দের। ভাঙ্গাচোরা এসব সড়কে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ২০১১ সাল থেকে যাত্রী সাধারণ প্রতিদিন এই দুর্ভোগের শিকার হলেও দেখার কেউ নেই! সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান জনকণ্ঠকে জানান, গফরগাঁওয়ের সড়ক উন্নয়ন ও মেরামতে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে দুর্ভোগ থাকবে না। সরেজমিন দেখা গেছে, ময়মনসিংহ থেকে গফরগাঁও হয়ে টোক পর্যন্ত ১০১ কিলোমিটার সড়কের বেশিরভাগই বেহাল ও ভাঙ্গাচোরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় থেকে শুরু করে ভাবখালি, কালিরবাজার, বারইগাঁও, ফাতেমানগর, ধলা ও গফরগাঁও পর্যন্ত পুরো সড়কের সিলকোট ও কার্পেটিং বলতে কিছুই নেই। ইট সুরকি হা করে রয়েছে। ছোট-বড় গর্তে পানি জমে কাদাজলে একাকার অবস্থা। কালিরবাজার থেকে ধলা পর্যন্ত সড়কের অবস্থা এমনই বেহাল যানবাহন চলে হেলেদুলে। এই অংশে বালুবাহী ভারি ট্রাক যাতায়াতের কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কালিবাজারজুড়ে রাস্তার গর্ত ভরাট করে সচল রাখতে ফেলা হয়েছে কাদামাটি। এসব কারণে ময়মনসিংহ-গফরগাঁও টোক সড়কে যানবাহন চলাচল কমে গেছে। সিএনজি অটোরিক্সাচালক লাল মিয়া জানান, ২০১১ সালের পর থেকে এ সড়কে যানবাহন চলাচল অর্ধেক কমে গেছে। এ নিয়ে সড়ক অবরোধসহ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেয়া হয়েছে। তারপরও মেরামত কাজ হয়নি সড়কের। ফলে অনেকে যানবাহন চালানো ছেড়ে দিয়েছে। শিক্ষার্থী ইলিয়াস আহমদ জানান, ভাবখালি থেকে ১১ কিলোমিটার দূরের ভাবখালি ব্রিজ পর্যন্ত ২০ টাকার ভাড়া এখন হয়েছে ৫০ টাকা! বয়রা ইউপি মেম্বার শহীদুল ইসলাম খোকন জানান, গফরগাঁও থেকে ময়মনসিংহ আসার পথে অনেক প্রসূতি রাস্তায় প্রসব করে ফেলছে। একই অবস্থা ত্রিশাল বালিপাড়া গফরগাঁও এবং ভালুকা গফরগাঁও সড়কের। ত্রিশাল বালিপাড়া সড়কের কার্যাদেশ দেয়ার পর র্নিধারিত সময় পার হয়ে গেছে। কিন্তু ঠিকাদার ন্যাশনাল সিভিল ইঞ্জিনিয়ার্স এখনও কাজ শেষ করতে পারেনি। ১৩ কিলোমিটার সড়কের মধ্যে পাঁচ কিলোমিটার বেহাল।
×