ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে সমাবেশ

প্রকাশিত: ০৩:৫১, ২৪ অক্টোবর ২০১৬

রাজশাহীতে সমাবেশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রস্তাবিত গঙ্গা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। রবিবার নগরীতে আয়োজিত র‌্যালি ও সামাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশ থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তিতে বাংলাদেশের প্রাপ্যতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের মাধ্যমে প্রকল্পের অগ্রগতি কামনা করা হয়। বক্তারা বলেন, প্রস্তাবিত গঙ্গা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নের জন্য ইতোমধ্যে ভারতীয় উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শনের প্রস্তুতি নিয়েছেন। প্রতিনিধি দলকে স্বাগত জানাতে রক্ষা সংগ্রাম পরিষদ সমাবেশ ও র‌্যালির আয়োজন করে। সমাবেশে বক্তারা গঙ্গা ব্যারাজের উপকারিতাও তুলে ধরেন। তারা বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গঙ্গা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন করছে। আগামী ২০২২ সালের জুন পর্যন্ত এ প্রকল্পের বাস্তবায়ন মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে। বক্তারা নির্ধারিত সময়ের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের জন্য জোর দাবি জানান। সমাবেশে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। এছাড়া সমাবেশে বক্তব্য রাখেনÑ সাংগাঠনিক সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, রাজশাহী চেম্বার সভাপতি মনিরুজ্জামান মণি।
×