ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রায়পুরে ইউপি সদস্যের হুমকি

১০ হাজার টাকায় যৌন নির্যাতন ধামাচাপা!

প্রকাশিত: ০৩:৫০, ২৪ অক্টোবর ২০১৬

১০ হাজার টাকায়  যৌন নির্যাতন ধামাচাপা!

সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ২৩ অক্টোবর ॥ লক্ষ্মীপুরের রায়পুরে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্য (মেম্বার) অভিযুক্তের পক্ষ নিয়ে যৌন নির্যাতনের শিকার শিশুর পরিবারের হাতে ১০ হাজার টাকা গুঁজে দিয়ে বাড়াবাড়ি না করতে সাদা কাগজে শিশুর পরিবারের স্বাক্ষর নিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিণ চরমোহনা গ্রামে। এ ঘটনায় আতঙ্কে রয়েছে শিশুটির পরিবার। সংশ্লিষ্ট সূত্র ও শিশুটির পরিবারের অভিযোগ, উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিণ চরমোহনা গ্রামের আব্দুল মতিনের ছেলে কাজল (১৮) গত বুধবার দুপুরে সুপারি কুড়ানোর কথা বলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রীকে বাগানে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে তার হাতে ১৫ টাকা দেয় কাজল। পরে তাকে মুখে ওড়না পেঁচিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ছাত্রীর চিৎকারে পাশের বাড়ির এক মহিলা এগিয়ে আসতে দেখে কাজল পালিয়ে যায়। এ ঘটনায় বিষয়টি ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর সানি সুমনকে জানালে তিনি বিষয়টি মীমাংসা করে দেবেন বলেন তাদের আশ্বস্ত করেন। পরে মেম্বারের বাড়িতে তাদের ডেকে ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য দুই পক্ষকে সতর্ক করে দেন। এ সময় শিশুর পরিবারকে ১০ হাজার টাকা ও সাদা কাগজে স্বাক্ষর নেয়া হয়। যৌন নির্যাতনের শিকার বলেন, ‘মেম্বারের কাছে আমরা বিচারের জন্য গেলে, তিনি ১০ হাজার টাকা আমাদের দিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছেন। এটা নিয়ে বাড়াবাড়ি করলে আমাদের ক্ষতি করবে বলে হুমকি দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুল শিক্ষক বলেন, সুমন মেম্বার এক লাখ টাকা নিয়ে ঘটনাটি ধামাচাপা দিয়েছেন বলে শুনেছি। গরিবেন জন্য যেন কোন বিচার নেই। এখন মানুষ বিচারের জন্য কার কাছে যাবেন। ইউপি সদস্য ওমর সানি সুমন বলেন, ঘটনাটি মীমাংসা হয়ে গেছে। মেয়ের পরিবারের এখন কোন অভিযোগ নেই। কত টাকায় মীমাংসা হয়েছে তা জানাতে অপরাগতা প্রকাশ করেন। তবে সাদা কাগজে স্বাক্ষর নেয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।
×