ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভূগোল ও পরিবেশ

প্রকাশিত: ০৩:৪৪, ২৪ অক্টোবর ২০১৬

ভূগোল ও পরিবেশ

(পূর্ব প্রকাশের পর) ঘ) উদ্দীপকের উল্লেখিত দুর্যোগটি ভূমিকম্প। ভূমিকম্পের পূর্বে সতর্কাবস্থা জারি করা যায় না বলে এতে জনসম্পদ ও অর্থনৈতিক সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যন্ত বেশি। তবে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস করা সম্ভব। ক্ষয়ক্ষতির হ্রাসে প্রশিক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধি হল উত্তম পদক্ষেপ। নিচে এ বিষয়টি মূল্যায়ন করা হলÑ দুর্যোগ প্রতিরোধে কাঠামোগত পদক্ষেপ : এর মাধ্যমে শক্তিশালী ও মজবুত অবকাঠামো নির্মাণ ও পরিকল্পনা বাস্তবায়ন করাকে বুঝায়। এটি মূলত ব্যয়বহুল পদ্ধতি। ভূমিকম্প প্রতিরোধকারী ভবন নির্মাণের জন্য নির্ধারিত নির্মাণ কৌশল মেনে অবকাঠামো তৈরি করা যেতে পারে। দুর্যোগ প্রতিরোধ অবকাঠামোগত পদক্ষেপ : এর মাধ্যমে শক্তিশালী ও মজবুত অবকাঠামো নির্মাণ ও পরিকল্পনা বাস্তবায়ন করাকে বুঝায়। এটি মূলত ব্যয়বহুল পদ্ধতি। ভূমিকম্প প্রতিরোধকারী ভবন নির্মাণের জন্য নির্ধারিত নির্মাণ কৌশল মেনে অবকাঠামো তৈরি করা যেতে পারে। দুর্যোগ প্রতিরোধ অবকাঠামোগত পদক্ষেপ : অবকাঠামো দুর্যোগ প্রতিরোধের মধ্যে রয়েছে প্রশিক্ষণ, কর্মশালা, জনসচেতনা বৃদ্ধি কার্যক্রম, পূর্ব প্রস্তুতি ইত্যাদি। এগুলো স্বল্প ব্যয়ের আওতাভুক্ত ফলে এককালীন প্রচুর অর্থব্যয়ের অবকাশ নেই। তাই গ্রাম, ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, মহল্লা, কর্মপ্রতিষ্ঠান, যানবাহনে মহড়াভিত্তিক আলোচনা, সেমিনার, জনসভা, কর্মশালার আয়োজন করে এটি সম্পন্ন করা যায়। এতে অন্তর্ভুক্ত থাকে দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী সতর্কতার নির্দেশনা যা মানুষকে সচেতন করে তোলে। দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষতি কম হয়। দুর্যোগ-পরবর্তী সতর্কতার নির্দেশনা যা মানুষকে সচেতন করে তোলে। দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষতি কম হয়। দুর্যোগ পরবর্তী করণীয় খাদ্য, আশ্রয়, চিকিৎসা, সাড়া দান, উদ্ধারের যথাযথ প্রক্রিয়াগুলো সম্পর্কে যত বেশি জনগণ সচেতন হবে, দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম তত বেশি সফলতা পাবে। উদ্দীপকের রাতুল, মিতু ও শুভর গ্রহণ করা মহড়া ও গণসচেতনতামূলক কার্যকা-কে তাই যথার্থই বলা যায়। বহুনির্বাচনী প্রশ্ন : ১। মানচিত্র হল পৃথিবীর বা পৃথিবীর অংশ বিশেষেরÑ ক) প্রতিকৃতি খ) ট্রেসিং পেপার গ) পেন্সিল ঘ) স্কেল ২। কোনো গ্রহে জীবনধারণের জন্য প্রয়োজনীয় গ্যাস কোনটি? ক) অক্সিজেন খ) হাইড্রোজেন গ) নাইট্রোজেন ঘ) নিষ্কিয় গ্যাস ৩। “পৃথিবীতে পানি আছে এ জন্য জীবন রয়েছে”Ñ এ থেকে আমরা কী ধারণা পাই? ক) পানি গ্রহের অত্যাবশ্যকীয় উপাদান খ) জীবের বিকাশের জন্য পানি অত্যাবশ্যকীয় উপাদান গ) পৃথিবী পানি থেকে তৈরি হয়েছে ঘ) কোনটিই নয় ৪। মঙ্গলের ১ দিনের সমান পৃথিবীর কত দিন ক) বুধ ও পৃথিবীর খ) বুধ ও শুক্র গ) বুধ ও মঙ্গল ঘ) পৃথিবী ও মঙ্গল ৫। নিরক্ষরেখাকে মহাবৃত্ত বা গুরুবৃত্ত বলা হয়। কারণÑ র) নিরক্ষরেখা সবচেয়ে বৃহৎ রর) এটি সবচেয়ে ছোট ররর) এর আয়তন বেশি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ৬। দুটি স্থানের ২ ঘণ্টা সময় ব্যবধানের জন্য দ্রাঘিমার ব্যবধান কত হবে? ক) ৩০০ খ) ৪০০ গ) ৬০০ ঘ) ৮০০ ৭। ২১ শে জুন ২৩.৫০ দক্ষিণ অক্ষাংশে সূর্যকিরণ কিভাবে পড়ে। র) লম্বভাবে রর) তির্যকভাবে ররর) অত্যধিক তাপ সহকারে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ৮। পশ্চিম থেকে পূর্বদিকে পৃথিবীর আবর্তনের ফলে কী ঘটে? র) সূর্যোদয় ও সূর্যাস্ত স্বাভাবিক নিয়মে ঘটে রর) জলবায়ুর পরিবর্তন ঘটে ররর) আহ্নিক গতির পরিবর্তন ঘটে নিচের কোনটি সঠিক ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ৮। পশ্চিম থেকে পূর্বদিকে পৃথিবীর আবর্তনের ফলে কী ঘটে? র) সূর্যোদয় ও সূর্যাস্ত স্বাভাবিক নিয়মে ঘটে রর) জলবায়ুর পরিবর্তন ঘটে ররর) আহ্নিক গতির পরিবর্তন ঘটে নিচের কোনটি সঠিক ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ৯। গুরুম-ল তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদান কী? ক) সিলিকন ও ম্যাগনেসিয়াম খ) মিথেন গ) ম্যাগনেসিয়াম ঘ) হিলিয়াম ১০। বিভিন্ন প্রকার খনিজ প্রাকৃতিক উপায়ে একত্রিত হয়ে শিল্প গঠন করে। সুতরাং আমরা বলতে পারি ক) শিল্প গঠনে তরল পদার্থ প্রয়োজন খ) শিল্প সহজে রূপান্তরিত হয় না গ) তাপ ছাড়া শিলার পরিবর্তন সম্ভব নয় ঘ) শিলা গঠনের ক্ষেত্রে তাপ চাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ১১। ভূপৃষ্ঠে নিক্ষিপ্ত লাভা কিসের সৃষ্টি করে? ক) গিরিপথ খ) ভূত্বক গ) আগ্নেয় সমভূমি ঘ) পর্বত ১২। কোন ধরনের এলাকায় ভূমিকম্প বেশি হয়? ক) সমতল ভূমি খ) দ্বীপপুঞ্জ গ) পর্বতসঙ্কুল এলাকা ঘ) মালভূমি ১৩। বায়ুম-লের স্তরগুলোর মধ্যে কোন স্তরের প্রভাব হিসেবে বিদ্যুৎ চমকানো দেখতে পাই? ক) মেসো ম-ল খ) তাপম-ল গ) স্ট্রাটোম-ল ঘ) ট্রপোম-ল ১৪। উত্তর গোলার্ধে জুলাই মাসের তাপ যদি সর্বোচ্চ হয় তাহলে দক্ষিণ গোলার্ধে জানুয়ারি মাসের তাপমাত্রা কী হবে? র) সর্বনিম্ন হবে রর) সর্বোচ্চ হবে ররর) নিম্ন হবে নিচের কোনটি সঠিক ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ১৫। মেরু প্রদেশীয় অক্ষাংশসমূহকে কী বলে? ক) দ্রাঘিমাংশ খ) দক্ষিণ অক্ষাংশ গ) নিম্ন অক্ষাংশ ঘ) উচ্চ অক্ষাংশ ১৬। ঘূর্ণিবাতের ফলে আকস্মিক ঝড়ের সঙ্গে কী হয়? ক) তুষারপাত হয় খ) প্রচুর বৃষ্টিপাত হয় গ) শিলাবৃষ্টি হয় ঘ) বরফ পড়তে থাকে ১৭। কোথায় শৈলোৎক্ষেপ বৃষ্টি হয়? ক) পর্বতের ওপরে খ) বৃষ্টিচ্ছটায় অঞ্চলে গ) প্রতিবাত পার্শ্বে ঘ) অনুবাদ পার্শ্বে ১৮। মরা কটালে সূর্যের আকর্ষণের জন্য এর জোয়ারের বেগ র) তত প্রবল হয় না রর) প্রবল হয় ররর) খুবই প্রবল হয় নিচের কোনটি সঠিক ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ১৯। বাংলাদেশের একমাত্র গন্ধকের খনি কোথায় অবস্থিত? ক) চাঁদপুর খ) কুতুবদিয়া গ) রাঙামাটি ঘ) সিলেট ২০। ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য এবং গম বাংলাদেশের দ্বিতীয় খাদ্যশস্য হলে গম কোন সময়ের ফসল? ক) গ্রীষ্মকালীন খ) বর্ষাকালীন গ) শীতকালীন ঘ) শরৎকালীন ২১। বাংলাদেশ কেন দুর্যোগপ্রবণ দেশ? ক) ভৌগোলিক অবস্থিতি খ) অধিক নদ-নদী গ) গ্রিন হাউস প্রতিক্রিয়া ঘ) প্রযুক্তিগত জ্ঞানের অভাব ২২। গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে কী করা সম্ভব? ক) ত্রাণ দেওয়া খ) দুর্যোগ মোকাবেলা গ) দুর্যোগের পরিমাণ কমানো ঘ) কোনটি নয় ২৩। দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর কাজের মধ্যে কোনটি দুর্যোগের পূর্বেই সমাপ্ত করতে হয়? র) গণসচেতনতা বৃদ্ধি ররর) দুর্যোগ প্রস্তুতি ও প্রশমন ররর) সাড়া দান নিচের কোনটি সঠিক ক) র খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ১। ক ২। ক ৩। খ ৪। খ ৫। ক ৬। ক ৭। খ ৮। ঘ ৯। ক ১০। ঘ ১১। গ ১২। গ ১৩। খ ১৪। খ ১৫। খ ১৬। খ ১৭। গ ১৮। ক ১৯। খ ২০। গ ২১। ক ২২। খ ২৩। খ।
×