ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাউট ভায়োলেন্স’

প্রকাশিত: ০৩:৪২, ২৪ অক্টোবর ২০১৬

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাউট ভায়োলেন্স’

স্টাফ রিপোর্টার ॥ ছোট পর্দার নির্মাতা প্রাচ্য পলাশ সম্প্রতি ‘ডাউট ভায়োলেন্স’ বা ‘সন্দেহ আতঙ্ক’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণকরলেন। চাঁপাইনবাবগঞ্জের প্রফেসরপাড়া, শান্তির মোড়, শাহীবাগ, সোনার মোড়, দক্ষিণ শহর, সাধারণ পাঠাগারসহ জেলা শহরের বিভিন্ন লোকেশনে ‘ডাউট ভায়োলেন্স’ চলচ্চিত্রের চিত্রধারণ করা হয়। এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন নির্মাতা প্রাচ্য পলাশ নিজেই। চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শায়না শৈলী, কনক, সজল, শিমুল, নূর, সাত্তার, ইমু, রক্সি, রাহাদ, জিত, মান্না, রমজান ও প্রাচ্য পলাশ। ‘ডাউট ভায়োলেন্স’ চলচ্চিত্রের গল্পে দেখা যাবে সমাজে কেউ কারো প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী নন, কিন্তু একে-অপরের প্রতি সন্দেহ প্রবণতার কারণে সুন্দর জীবনে সৌহার্দ্য-সম্প্রীতি ও ভালবাসা এক সময় বিষাক্ত হয়ে ওঠে। এর ফলে এক পর্যায়ে সংঘটিত হয় গুরুতর অপরাধ। এই বিষয়টিকেই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে। এ প্রসঙ্গে নির্মাতা প্রাচ্য পলাশ জানান, সন্দেহ প্রবণতা কীভাবে সামাজিক ভারসাম্যতা বিনষ্ট করে-তা চিত্রায়িত করা হয়েছে বর্তমান সমাজে বিদ্যমান চরিত্র দিয়ে। ‘ডাউট ভায়োলেন্স’ চলচ্চিত্রের গল্প সম্পূর্ণ কাল্পনিক কিন্তু এর চরিত্রগুলো দেখে মনে হবে আমাদের খুব পরিচিত বা ঘনিষ্টজনদের জীবনের গল্প। সামাজিক সচেতনতামূলক গল্পের চলচ্চিত্র ‘ডাউট ভায়োলেন্স’ বা ‘সন্দেহ আতঙ্ক’ এর প্রিমিয়ার শো অচিরেই অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
×