ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আয় বাড়লেও প্রিমিয়ার সিমেন্টের লভ্যাংশ কমেছে

প্রকাশিত: ০৩:৪০, ২৪ অক্টোবর ২০১৬

আয় বাড়লেও প্রিমিয়ার সিমেন্টের লভ্যাংশ কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানিতে মুনাফা বাড়লেও শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা কমেছে। যাতে রিজার্ভ বাড়লেও কমে আসবে শেয়ারহোল্ডারদের প্রাপ্তির পরিমাণ। একই সঙ্গে কোম্পানিটি গরমিল আর্থিক হিসাব প্রদানের মাধ্যমে প্রতারণা করছে শেয়ারহোল্ডারসহ বিনিয়োগকারীদের সঙ্গে। ২০১৫-১৬ অর্থবছরে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে (সমন্বিত) ৬.৪৮ টাকা। এর বিপরীতে কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে কোম্পানিটি আগের বছরের ৩.৮৩ ইপিএসের বিপরীতে ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এ হিসাবে ৬৯.১৯ শতাংশ ইপিএস বাড়লেও লভ্যাংশ ঘোষণা কমে এসেছে ২৫ শতাংশ। ডিএসইর ওয়েবসাইটে প্রিমিয়ার সিমেন্টের প্রোফাইলে দেখা গেছে, কোম্পানিটি ১ম, ২য় ও ৩য় প্রান্তিকে পৃথকভাবে যে হিসাব দিয়েছে তা কোম্পানিরই প্রদত্ত ৩ প্রান্তিকের (৯ মাস) মোট যোগফলের সঙ্গে মিলছে না। ফলে এই গরমিল হিসাবগুলো ডিএসই কর্তৃপক্ষ আলাদাভাবে চিহ্নিত করে রেখেছে। এদিকে কোম্পানিটির পরিচালনা পর্ষদ মুনাফার ২৩.১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। বাকি ৭৬.৮৫ শতাংশ বা প্রতিটি শেয়ারে ৫.৩৩ টাকা কোম্পানির রিজার্ভে যোগ হবে। প্রিমিয়ার সিমেন্টের ১০৫ কোটি ৪৫ লাখ টাকা পরিশোধিত মূলধনের বিপরীতে ১৬০ কোটি ৯৬ লাখ টাকার রিজার্ভ রয়েছে। তবে সর্বশেষ বছরে মুনাফার তুলনায় লভ্যাংশ কম ঘোষণা করায় এ রিজার্ভ আরও বাড়বে। ২০১৬ সালের ৩০ জুনে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০.৩৯ টাকা। কোম্পানির ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয় চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী ২৬ নবেম্বর সকাল ১১টায় চিটাগাং ক্লাবের অডিটরিয়াম, চিটাগাং এ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর কোম্পানির শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ৯ নবেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, লেনদেন শেষে প্রিমিয়ার সিমেন্টের শেয়ার দর ৮০.৯০ টাকায় দাঁড়িয়েছে।
×