ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জয় পেতে আরো ৩৩ রান চাই বাংলাদেশের

প্রকাশিত: ০১:২৫, ২৩ অক্টোবর ২০১৬

জয় পেতে আরো ৩৩ রান চাই বাংলাদেশের

অনলাইন ডেস্ক ॥ চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ২৫৩ রান। অর্থাৎ জয় পেতে হলে বাংলাদেশের আর দরকার মাত্র ৩৩ রান। হাতে আছে দুইটি উইকেট। তাইজুলকে সঙ্গে নিয়ে, জয়ের কাছাকাছি থাকা বাংলাদেশকে ক্রিজে থেকে নেতৃত্ব দিচ্ছেন অভিষেকে হাফসেঞ্চুরি করা সাব্বির রহমান। ক্রিজে অপরাজিত থাকা সাব্বিরের সংগ্রহে আছে ৫৯ রান ও তাইজুলের সংগ্রহে আছে ১১ রান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রবিবার জয়ের জন্য ২৮৬ রানের টার্গেটে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে বাংলাদেশ সংগ্রহ করে ২৫৩ রান। এদিন দলীয় ৮১ রানেই দুই ওপেনারকে হারিয়ে বসে স্বাগতিকরা। তামিম ইকবাল ৯ রানে ফিরলেও, ইমরুল কায়েস খেলেন ৪৩ রানের একটি দারুণ ইনিংস। ৬১ বল খরচ করে এ ইনিংসটি খেলার পর দলীয় ৮১ রানের সময় আদিল রশিদের বলে স্লিপে থাকা জো রুটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। মধ্যাহ্ন বিরতির পর গ্যারেথ ব্যাটির বলে ২৭ রান করে এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফেরেন মমিনুল হক। এর পরপরই আবার সেই ব্যাটির এলবিডাব্লিউয়ের শিকার হয়ে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ। সাজঘরে ফেরার আগে রিয়াদ সংগ্রহ করেন ১৭ রান। এরপর সাকিব এসে মুশফিকের সাথে জুটি বেঁধে কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত মঈন আলীর শিকারে পরিণত হন তিনি। ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরার আগে সাকিব করেন ২৪ রান। অভিষিক্ত সাব্বিরকে সঙ্গে নিয়ে ৮৭ রানের দারুণ এক জুঁটি গড়ে দলীয় ২২৭ রানের সময় সাজঘরে ফেরেন অধিনায়ক মুশফিক। ব্যাটির বলে শর্টলেগে গ্যারি ব্যালান্সের হাতে ক্যাচ দেওয়ার আগে মুশফিক সংগ্রহ করেন ৩৯ রান। এর পরপরই স্টুয়ার্ট ব্রডের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে যান মেহদী হাসান মিরাজ। ব্রডের অপর শিকার হয়েছেন শূণ্য রান করা কামরুল ইসলাম রাব্বি। ইংলিশদের পক্ষে এদিন সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন গ্যারেথ ব্যাটি। আর দুটি করে উইকেট নিয়েছেন মঈন আলী ও স্টুয়ার্ট ব্রড। এর আগে ম্যাচের চতুর্থ দিনের শুরুতে মাঠে নামেন আগের দিনে অপরাজিত থাকা ইংলিশ ব্যাটসম্যান ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রড। তবে সাকিবের ওভারে তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে রানআউটের শিকার হয়েছেন ব্রড। এরপর আর সাত রান নিতেই হারিয়েছে শেষ উইকেটটিও। ৭৭.৫ ওভারে সাকিবের করা বলে রান নিতে গিয়ে মিরাজ ও মুশফিকের দুরন্ত ফিল্ডিংয়ে রান আউট হয়ে সাজঘরে ফিরেছেন ব্রড। আউট হওয়ার আগে তার সংগ্রহ ১০ রান। ওকসের সঙ্গে ক্রিজে যোগ দেন শেষ ব্যাটসম্যান গ্যারেথ বেটি। তেব তিনি মাত্র ৮ বল মোকাবিলা করে তাইজুল ইসলামের বলে বোল্ড আউট হলে ইংলিশদের ইনিংস ২৪০ রানে থামে। এদিকে শনিবার নিজেদের দ্বিতীয় ইনিংসে ইংলিশরা ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২২৮ রান। এদিন এই ইনিংসে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান একাই তুলে নেন ৫টি উইকেট। এর আগে ইংল্যান্ডের ২৯৩ রানের জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসের দ্বিতীয় দিন শেষে সব উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২৪৮ রান। ফলে ৪৫ রানের লিড পায় সফরকারীরা। তবে তৃতীয় দিন শেষে তাদের লিড গিয়ে দাঁড়ায় ২৭৩ রান।
×