ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাইবান্ধার ছয় আসামির বিরু্দ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রকাশিত: ২৩:৫১, ২৩ অক্টোবর ২০১৬

গাইবান্ধার ছয় আসামির বিরু্দ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার আব্দুল জাব্বার মন্ডলসহ ছয় আসামির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ ডিসেম্বর ঠিক করেছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে এই মামলায় গ্রেফতার মো. রঞ্জু মিয়াকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এই তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি। পলাতকর রয়েছেন, আব্দুল জব্বার মন্ডল, মো. জাফিজার রহমান ওরফে খোকা, আব্দুল ওয়াহেদ মন্ডল, মমতাজ আলী ব্যাপারী। রবিবার বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর ঋষিকেশ সাহা এবং সাবিনা ইয়াসমিন মুন্নী।
×