ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভোলার মনপুরা হাসপাতালে ডাক্তার নার্সসহ ঔষধ সংকট প্রকোট

প্রকাশিত: ২৩:৫০, ২৩ অক্টোবর ২০১৬

ভোলার মনপুরা হাসপাতালে ডাক্তার নার্সসহ ঔষধ সংকট প্রকোট

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলার বিছিন্ন দুর্গম দ্বীপ উপজেলা মনপুরার অর্ধলক্ষাধি মানুষের চিকিৎসার একমাত্র ভরসা মনপুরা হাসপাতাল। কিন্তু বছরের পর বছর ধরে ডাক্তার, নার্স ও ওষুধ সংকটসহ নানা সমস্যায় জর্জরিত হয়েছে পড়েছে মনপুরার উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি। পরিস্থিতি এমন যে মানুষ এখন বিনা চিকিৎসা না পেয়ে অন্যত্র ফিরে যেতে বাধ্য হচ্ছে। অভিযোগ রয়েছে,ওই হাসপাতালে ডাক্তার পোষ্টিং দিলে তারা দুর্গম এলাকা হওয়ার তদ্বির করে বদলি অথবা ডেপুটেশনে অন্যত্র চলে যায়। তাই বছরের পর বছর মনপুরা হাসাপাতালের চিকিৎসাসেবার কোন উন্নতি হচ্ছে না। মনপুরা হাসপাতালে শুধু নেই আর নেই। এতো সব সমস্যার না করেই মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে ২০১৪ সালের দিকে ৩১ থেকে ৫১ শয্যায় উন্নতি করা হয়। কিন্তু তার কার্যক্রম এখনও চালু হয়নি । তবে খুব শিগ্রই মনপুরা হাসপাতালের সমস্যা সমাধান করা হবে বলে জানালেন ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: নিত্যানন্দ চৌধূরী। তিনি বলেন,সমস্য সমাধানে তিনি উধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এছাড়াও মনপুরায় ৬ মাসের ঔষধ এক সাথে পাঠানো হবে। তখন আর ঔষধ সংকট থাকবে না। স্থানীয়রা মনে করছে, মনপুরা দ্বীপবাসীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হলে দ্রুত প্রয়োজনীয় ডাক্তার,ঔষধসহ অন্যন্য সরঞ্জাম সরবরাহ করার বিকল্প নেই। তা না হলে বিনা চিকিৎসায় অসহায় গরীব রোগীদের ধুকে ধুকে প্রাণ হারাতে হবে।
×