ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ

প্রকাশিত: ২২:১৭, ২৩ অক্টোবর ২০১৬

গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি চাল বিতরণে অনিয়ম-দুর্নীতি লুটপাট, স্বজনপ্রীতি, সার্কাসের নামে জুয়ার আসর বন্ধের দাবিতে আজ রোববার গাইবান্ধা জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচী পালন করে। বাসদ- মার্কসবাদী জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে। পরে সংগঠন কার্যালয় চত্বরে জেলা কমিটির আহবায়ক কমরেড আহসান হাবীব সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য প্রভাষক গোলাম সাদেক লেবু, প্রভাষক কাজী আবু রাহেন শফিউল্যাহ, নিলুফার ইয়াসমিন শিল্পী, শামীম আরা মিনা প্রমুখ। বক্তারা বলেন, কৃষকরা বোরো মৌসুমে কৃষি ফসলের ন্যায্য মূল্য ও সরকার ঘোষিত মূল্য কৃষকরা পায়নি, ক্ষেতমজুররা কাজ না পেয়ে ছুটছে দেশের বিভিন্ন প্রান্তে। সরকারের সামান্য সাহায্য হতদরিদ্রদের জন্য ১০ টাকার চাল বিতরণে চলছে ব্যাপকভাবে অনিয়ম-দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতি। অঞ্চলে অঞ্চলে চলছে জুয়ার আসর। এগুলো দেখার কেউ নেই। বক্তারা অবিলম্বে সকল অনিয়মের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
×