ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইল কারাগারে সর্বহারা নেতা জাফরের মৃত্যু

প্রকাশিত: ২২:১৬, ২৩ অক্টোবর ২০১৬

টাঙ্গাইল কারাগারে সর্বহারা নেতা জাফরের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইল কারাগারে পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির (সর্বহারা-লাল পতাকা) আঞ্চলিক নেতা আবু জাফর (৫১) নামে এক কয়েদি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে তিনি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান। তিনি সদর উপজেলার খোর্দ্দ যুগনী এলাকার মৃত জিলু শেখের ছেলে। টাঙ্গাইলের জেল সুপার মঞ্জুর হোসেন জানান, একাধিক হত্যা মামলার আসামী আবু জাফর বিগত ২০০৪ সালের ১৭ অক্টোবর গ্রেফতার হয়। এরপর থেকে তিনি জেলা কারাগারে ছিলেন। দুটি হত্যা মামলায় তার ৬০ বছরের সাজা হয়। এছাড়া তার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অন্য একটি হত্যা মামলায় তিনি জামিনে ছিলেন। শনিবার বিকেলে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যান। নিহতের লাশ আইনী প্রক্রিয়া শেষে রোববার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
×