ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নেতৃত্বে জয়কে চাই, তৃণমূলের দাবি এটাই

প্রকাশিত: ২১:০৯, ২৩ অক্টোবর ২০১৬

নেতৃত্বে জয়কে চাই, তৃণমূলের দাবি এটাই

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী লীগের আগামীর নেতৃত্ব দিতে সজীব ওয়াজেদ জয়কে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে আনার জোর দাবি জানিয়েছেন তৃণমূল নেতারা। গতকাল শনিবার সম্মেলনের প্রথম দিনের অধিবেশনেও এই দাবি জোড়ালো হয়েছে। আর আজ দ্বিতীয় দিনেও তার ব্যতিক্রম নয়। তৃণমূল নেতাদের সবার দাবি এটাই, জয়কে চায় তারা। একই সঙ্গে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন দলের সভাপতির দায়িত্বে থাকার অনুরোধও জানান তারা। রবিবার আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে জেলার সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন ও বক্তব্য দেওয়ার সময় জেলার নেতারা এসব দাবি জানান। প্রধানমন্ত্রীর উদ্দেশে জেলার নেতা-কর্মীরা বলেন, আপনি আওয়ামী লীগের হাল ধরে দেশের শুধু উন্নয়নই করেননি, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। তারা বলেন, আওয়ামী লীগের সভাপতির পদে আপনার বিকল্প নেই। যতদিন আপনি বেঁচে আছেন, ততদিনই আপনি সভাপতির দায়িত্বে থাকবেন। আর আগামী দিনে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার জন্য আপনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে আসন্ন কমিটিতে রাখবেন। জেলা নেতাদের বক্তব্যের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে নিজের বয়স ৭০ বছরের বিষয়টি তুলে ধরে সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর সরে দাঁড়ানোর আগ্রহ প্রকাশের সঙ্গে সঙ্গে কাউন্সিলররা ‘না’ ‘না’ বলে আওয়াজ তোলেন। সকাল ৯টা ৪০ মিনিটে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশন শুরু হয়। ৬ হাজার ৫৭০ কাউন্সিলর এই কাউন্সিলের মাধ্যউমে আগামী তিন বছরের জন্য দলের নতুন নেতৃত্ব ঠিক করবেন।
×