ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ২০০ রান

প্রকাশিত: ১৯:৩১, ২৩ অক্টোবর ২০১৬

বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ২০০ রান

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশের জয়ের লক্ষ্যমাত্রা ২৮৬ রান। চতুর্থ দিনের লাঞ্চ বিরতির সময় ২২ ওভারে দুই উইকেট হারিয়ে করেছে ৮৬ রান। এখন জিততে গেলে বাংলাদেশের প্রয়োজন ২০০ রানের। হাতে আছে ৮উকেট। বাংলাদেশের এখন জয়ের স্বপ্ন দেখতেই পারে। কেননা এখন ক্রিজে আছে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল ও মাহমুদউল্লাহ । এই দুই ব্যাটসম্যান স্পিন বল ভালোই খেলেন। বাজে শর্ট না নিলেই বাংলাদেশে টেস্টটি জিততেও পারে। আজ লাঞ্চ বিরিতির কিছুটা আগে ১৯তম ওভারে লেগ স্পিনার আদিল রশিদ আসেন আক্রমণে। দ্বিতীয় ওভারের প্রথম বলেই পান সাফল্য। সুইপ করতে গিয়ে ইমরুল ৪৩ রানে আউট হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮১।আজ আরও ৬২ ওভার খেলা হবে। এছাড়া আগামীকাল আর হবে ৯০ ওভারের খেলা। ইংল্যান্ড ১ম ইনিংস: ২৯৩ (কুক ৪, ডাকেট ১৪, রুট ৪০, ব্যালান্স ১, মইন ৬৮, স্টোকস ১৮, বেয়ারস্টো ৫২, ওকস ৩৬, রশিদ ২৬, ব্রড ১৩, ব্যাটি ১*; শফিউল ০/৩৩, মিরাজ ৬/৮০, কামরুল ০/৪১, সাকিব ২/৪৬, তাইজুল ২/৪৭, সাব্বির ০/১১, মাহমুদউল্লাহ ০/১৭, মুমিনুল ০/০)। বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৮ (তামিম ৭৮, ইমরুল ২১, মুমিনুল ০, মাহমুদউল্লাহ ৩৮, মুশফিক ৪৮, সাকিব ৩১, শফিউল ২, সাব্বির ১৯, মিরাজ ১, তাইজুল ৩*, কামরুল ০; ব্রড ০/১২, ব্যাটি ১/৫১, ওকস ০/১৫, রশিদ ২/৫৮, মইন ৩/৭৫, স্টোকস ৪/২৬, রুট ০/৫)। ইংল্যান্ড ২য় ইনিংস: (আগের দিন ২২৮/৮) ৮০.২ ওভারে ২৪০ (কুক ১২, ডাকেট ১৫, রুট ১, ব্যালান্স ৯, মইন ১৪, স্টোকস ৮৫, বেয়ারস্টো ৪৭, ওকস ১৯*, রশিদ ৯, ব্রড ১০, ব্যাটি ৩; মিরাজ ১/৫৮, সাকিব ৫/৮৫, তাইজুল ২/৪১, কামরুল ১/২৪, মাহমুদউল্লাহ ০/৬, শফিউল ১/১০) বাংলাদেশ ২য় ইনিংস: (তামিম ৯, ইমরুল ৪৩, মুমিনুল ০১৮*, মাহমুদউল্লাহ ৪*; রশিদ ১/৫, মইন ১/৩২)
×