ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বব ডিলান অভদ্র ও দাম্ভিক ॥ নোবেল কমিটির সদস্য

প্রকাশিত: ০৮:২৪, ২৩ অক্টোবর ২০১৬

বব ডিলান অভদ্র  ও দাম্ভিক ॥ নোবেল কমিটির সদস্য

জনকণ্ঠ ডেস্ক ॥ এ বছর সাহিত্যে নোবেল জয়ী মার্কিন গায়ক ও গীতিকার বব ডিলানকে ‘অভদ্র ও ‘দাম্ভিক’ বলে মন্তব্য করেছেন রয়্যাল সুইডিশ এ্যাকাডেমির সদস্য পার ওয়াস্টবার্গ। খবর বিবিসি অনলাইনের। গত সপ্তাহে সাহিত্যে নোবেল বিজয়ী হিসেবে বব ডিলানের নাম ঘোষণার পর থেকে এখন পর্যন্ত এ বিষয়ে জনসমক্ষে কোন কথা বলেননি তিনি। এমনকি সুইডিশ এ্যাকাডেমি থেকে তাকে কয়েকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। সুইডিশ টেলিভিশন এসভিটিকে দেয়া এক সাক্ষাতকারে ওয়াস্টবার্গ বলেন, ‘এটা অভদ্র ও দাম্ভিক আচরণ।’ গত ১৩ অক্টোবর এবারের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে রবার্ট এ্যালেন জিমারম্যানের নাম ঘোষণা করা হয়, সঙ্গীত বিশ্বে বব ডিলান নামে পরিচিত। তিনি সাহিত্যে ১১৩তম নোবেল বিজয়ী। নোবেল বিজয়ী হিসেবে নাম ঘোষণার দিন সন্ধ্যায় লাসভেগাসে একটি কনসার্টে অংশ নেন বব ডিলান। সেখানে এ বিষয়ে একটি শব্দও উচ্চারণ করেননি তিনি।
×